ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় শিরোপাস্বপ্ন দেখছেন না মেসি!

প্রকাশিত: ০৬:২৭, ১৭ মে ২০১৮

রাশিয়ায় শিরোপাস্বপ্ন দেখছেন না মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব বার্সিলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জিতলেও জাতীয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে বড় কোন ট্রফি জিততে পারেননি লিওনেল মেসি। বারবার তীরে এসে তরী ডুবিয়েছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। বিশেষ করে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোস। এই আফসোস দূর করার সুযোগ আরেকবার পাচ্ছেন মেসি। এ জন্য আসন্ন রাশিয়া বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে হবে তাকে। কিন্তু কাজটা যে সহজ না সেটা ভালমতোই বুঝতে পারছেন বার্সিলোনা সুপারস্টার। কারণ এবার বিশ্বকাপে টপ ফেবারিটের তকমা নেইমার-মার্সেলোদের ব্রাজিল, ইস্কো-রামোসদের স্পেন, পোগবা-গ্রিজম্যানদের ফ্রান্স। এ কারণেই হয়তো আগে থেকেই চাপটা কমিয়ে রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক। এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারলেই হবে বড় অর্জন। তার মানে, বিশ্বচ্যাম্পিয়ন না হলেও দুঃখ থাকবে না তার। সেই সঙ্গে মেসি এও জানিয়েছেন, বিশ্বকাপ জিততে পারুক বা না পারুক জাতীয় দল থেকে অবসর নিবেন না। এছাড়া তিনি রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না বলে জানিয়েছেন। আর নেইমারকে দেখতে চান না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তাঁবুতে। ২০১৪ বিশ্বকাপে মেসির নৈপুণ্যে ভর করেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে শেষ পর্যন্ত হয় স্বপ্নভঙ্গ। টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালেও একই পরিণতি। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর রাগে-দুঃখে অবসরও নিয়ে ফেলেছিলেন আর্জেন্টাইন জাদুকর। পরে সবার অনুরোধে অবসর ভেঙ্গে ফিরেন। এখন লক্ষ্য একটাই, দেশের হয়ে বিশ্বকাপ জেতা। মেসি মনে মনে ঠিক করে রেখেছিলেন, এবারই সর্বশক্তি দিয়ে লড়বেন। দলকে শিরোপা জেতাতে না পারলে অবসরে যেতে পারেন এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন বার্সা তারকা। অবশেষে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এ প্রসঙ্গে মেসি বলেন, যদি আমরা বিশ্বকাপ নাও জিতি আমি জাতীয় দলে খেলা চালিয়ে যাব। এমনকি ২০১৬ সালে অভিমান করে অবসরের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটার জন্যও অনুতপ্ত মেসি। তিনি মনে করছেন, এমন কা- তরুণদের কাছে ভুল বার্তা পাঠিয়েছে, ‘এটা বলার পর আমি বুঝেছিলাম কাজটি ঠিক হয়নি। তরুণরা এবং যেসব মানুষ তাদের স্বপ্নের জন্য লড়াই করছে তাদের কাছে ভুল বার্তা পাঠাতে পারে এটা। আপনি যা চান তার জন্য চেষ্টা করে যেতে হবে, চালিয়ে যেতে হবে লড়াই।’ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবে শেষ চারে যাওয়াটাই আর্জেন্টাইন তারকার কাছে সাফল্য। এ প্রসঙ্গে মেসি বলেন, বিশ্বকাপে ভাল করতে শেষ চারে থাকতে হবে। আর্জেন্টিনা সেখানে ওঠার যোগ্য, ইতিহাস তাই বলে। তবে এ জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমার মতে, আবারও এ পর্যায়ে উঠতে হবে আমাদের। মেসি আরও জানিয়েছেন, ফিফা ব্যালন ডি’অর হওয়া না হওয়া নিয়ে তার খুব বেশি আগ্রহ নেই। বরং রোনাল্ডোর সাফল্য তাকে ভাল করতে উদ্দীপ্ত করে। এ প্রসঙ্গে মেসি বলেন, আমি রোনাল্ডোর সঙ্গে প্রতিযোগিতা করি না। তাদের লীগ জয় বা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পৌঁছানোটা আমাকে উদ্দীপ্ত করে। আমি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ একসঙ্গে জিততে চাই। ইতিহাসের সেরা হওয়াটা কোন লক্ষ্য না। ব্যাপারটা হলো আমাকে নিয়ে এগুলো বলা হয়, এসব এ পর্যন্তই। আমি কখনই সেরা, দ্বিতীয় সেরা, তৃতীয় বা চতুর্থ হওয়ার লক্ষ্যে খেলি না। মেসি বলেন, বছরের পর বছর আমি নিজের উন্নতির জন্য প্রতিযোগিতা করি। আগে যা করেছি তা ছাড়িয়ে যেতে লড়াই করি। মৌসুম শেষে আমি যত বেশি শিরোপা জিতি ততই ভাল। জাতীয় দলের সঙ্গেও অবশ্যই আমি জিততে চাই যা এখনও আমি জিতিনি। এদিকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে নতুন নতুন খবর আসছে নিয়মিত। আর শেষ পর্যন্ত তা সত্যি হলে বার্সিলোনার জন্য সেটা বড় ধাক্কা হবে বলে মনে করেন মেসি। এ প্রসঙ্গে সময়ের অন্যতম সেরা তারকা বলেন, বার্সিলোনার কাছে নেইমার যা তার জন্যই এটা হবে খুব খারাপ। নেইমারের বার্সিলোনা ক্যারিয়ারটা যেভাবে শেষ হয়েছে তারপরও সে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে। সে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে, লা লিগা জিতেছে। যদি সে মাদ্রিদে যায় তাহলে তা আমাদের এবং বার্সিলোনায় জন্য হবে কঠিন ধাক্কা। আর ফুটবলে তা মাদ্রিদকে এখনকার চেয়ে আরও অনেক শক্তিশালী করবে।
×