ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রমজানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গাড়ি তল্লাশি নয় ॥ সিএমপি কমিশনার

প্রকাশিত: ০৬:০৬, ১৭ মে ২০১৮

রমজানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গাড়ি তল্লাশি নয় ॥ সিএমপি কমিশনার

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ রমজানে পুলিশকে সহনীয় পর্যায়ে থাকার ঘোষণা ও নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম মেট্র্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাসুদ-উল-হাসান। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন গাড়িকে তল্লাশি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ী ও বিভিন্ন প্রচার মাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশের প্রতি এসব কড়া নির্দেশনা দেয়া দিয়েছেন সিএমপি কমিশনার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব সৃষ্টির মাধ্যমে কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সেদিকে পুলিশ ও নগরবাসীকে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে রক্ষা পেতে অপরিচিতজনদের কাছ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা নিতে বারণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। নির্দিষ্ট পার্কিং ছাড়া যত্রতত্র গাড়ি রাখা হলে যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষ অসহনীয় ভোগান্তীতে পড়ার আশঙ্কা রয়েছে। এ দিকে, ইফতার, তারাবিহ ও সেহরির সময় অন্য ধর্মের লোকজনকে গান-বাজনা ও মাইক বাজানো থেকে বিরত থাকতে হবে। মার্কেট ও শপিংমলগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ঈদের পোশাকের মূল্য স্থিতিশীল রাখতে হবে। নারীদের সঙ্গে যেন কোন ধরনের জটিলতা সৃষ্টি না করা হয় সেদিকে ব্যবসায়ীদের বা সমিতির মালিকদের সচেষ্ট থাকতে বলা হয়েছে। কেনাকাটার সকল স্থানে নারীদের প্রবেশাধিকার ও পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।
×