ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনা ও পিরোজপুরে বজ্রপাতে কৃষক এবং স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৬, ১৭ মে ২০১৮

নেত্রকোনা ও পিরোজপুরে বজ্রপাতে কৃষক এবং স্কুলছাত্রের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নেত্রকোনা ও পিরোজপুরে বজ্রপাতে কৃষক এবং স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে আব্দুল হেকিম (৪৫) নামে এক কৃষক এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ইয়াসিন দর্জি (৯) নামে এক স্কুলছাত্র মারা গেছে। খবর নিজস্ব সংবাদদাতার। নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হেকিম (৪৫)। তিনি ওই গ্রামের শমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পিরোজপুর ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেজকী গ্রামে বুধবার দুপুরে বজ্রপাতে ইয়াসিন দর্জি (৯) নামের এক স্কুলছাত্র মারা গেছে। মৃত ইয়াসিন দর্জি উত্তর ভেজকী গ্রামের ইউনুস দর্জির ছেলে। সে স্থানীয় উত্তর ভেজকী গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জমাদ্দার জানান, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে ইয়াসিন দর্জি বাড়ির সামনের মাঠে থাকা গরু আনতে যায়। দুপুর একটার দিকে বজ্রপাতে ইয়াসিন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
×