ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে জিনিসপত্রের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০৬:০৫, ১৭ মে ২০১৮

রমজানে জিনিসপত্রের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

ওয়াজেদ হীরা ॥ পবিত্র রমজান মাসে এক শ্রেণীর ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে বাড়িয়ে দেন জিনিসপত্রের দাম। তখনই সৃষ্টি করা হয় কৃত্রিম সঙ্কট। এই পরিস্থিতি মোকাবেলায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রমজানে মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়, অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যরাও একাধিক বৈঠক করেছেন। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ইতোমধ্যেই মাঠে নেমেছে। শুরুর দিকে সতর্ক করা হলেও পরবর্তীতে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থাও নেয়া হবে বলে অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন। গত ৫ মে থেকে কাওরান বাজারে অভিযানের মাধ্যমে রজজান উপলক্ষে কাজ শুরু করে অধিদফতর। বিভিন্ন বাজারে গিয়ে দাম না বাড়াতে আর মূল্য তালিকা টানাতেও বলা হয়। প্রাথমিক অবস্থায় পাইকারি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নির্দেশনা না মানলে জেল জরিমানাসহ বন্ধ করে দেয়া হবে ব্যবসাপ্রতিষ্ঠান বলেও জানা গেছে। রাজধানীর কাওরানবাজারে অভিযানের সময় পাইকারি ব্যবসায়ীদের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানাতে লিফলেট বিলি করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল। বাজার অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা। এদিকে, অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোঃ শফিকুল ইসলাম লস্কর জনকণ্ঠকে বলেন, রমজানে আমাদের অভিযান চলবে। সাধারণত শুক্র ও শনিবার আমাদের অভিযান বন্ধ থাকলেও রমজানে ছুটির দিনেও আমাদের অভিযান চলবে। অন্য সময়ের তুলনায় রমজানে অভিযানের সংখ্যাও বাড়ানো হবে। বিভিন্ন বাজারে শুরু থেকে যাওয়ার কারণে ইতোমধ্যেই ব্যবসায়ীরা বেশ সচেতন হয়েছেন বলেও মনে করেন তিনি। তবে মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে সেকথাও বলেন। অধিদফতরের আরেক কর্মকর্তা বলেন, আমরা শ্যামবাজার এলাকায় গিয়েছিলাম। পরের বার গিয়ে দেখি ব্যবসায়ীরা বেশ সতর্ক হয়েছে। যথাযথ স্থানে মূল তালিকা দিয়ে দিয়েছে। ভোক্তা অধিদফতরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে অধিদফতর। এর মধ্যে প্রতিদিন বাজার মনিটরিং এবং অভিযান তো থাকবেই। আর সেখানে অভিযানে সাহায্য করবে এপিবিএন ১ এবং এপিবিএন ১১। পুরো মাসজুড়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও অভিযান চলবে।
×