ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন দিনের যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: ০৬:০৪, ১৭ মে ২০১৮

তিন দিনের যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও মুন্সীগঞ্জ অংশে প্রায় ৫০ কিলোমিটার যানজট। দিনরাত অসহনীয় দুর্ভোগ। পরিস্থিতি বেসামাল দেখে উদ্বিগ্ন জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রীদের মাঝে খাবার, জুস ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে ফের যানজটে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। টানা তিনদিনের যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সোমবার ভোর রাত হতে বুধবার বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মেঘনা সেতু হতে কুমিল্লা চান্দিনার মাধাইয়া পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট স্থায়ী না হলেও পৌনে এক ঘণ্টার রাস্তা অতিক্রম করতে হচ্ছে প্রায় ৮/৯ ঘণ্টায়। বুধবার সকালে গোমতী সেতুর পশ্চিমে বাউশিয়া মালবাহী একটি ট্রাক মহাসড়কের উপর উল্টে গেলে যানজট আরও বেড়ে যায়। এতে যাত্রীবাহী যানবাহন, এ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীরা আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে ও মডেল থানা পুলিশ যানজট নিরসনে কাজ করেও নিয়ন্ত্রণে আনতে পারছে না।
×