ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বব্যাংকের ৯১৩ কোটি পাচ্ছে পিকেএসএফ

প্রকাশিত: ০৬:০১, ১৭ মে ২০১৮

বিশ্বব্যাংকের ৯১৩ কোটি পাচ্ছে পিকেএসএফ

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও টেকসই উন্নয়ন নিশ্চিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহযোগিতা দিচ্ছে বিশ্বব্যাংক। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘টেকসই উদ্যোগ’ বা ‘সাসটেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের’ (এসইপি) আওতায় প্রদেয় নমনীয় শর্তের এই ঋণের পরিমাণ ১১ কোটি ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার সমান ৮৩ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯১৩ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৭৯ কোটি টাকা। বাকি অর্থের জোগান দেবে পিকেএসফ। বুধবার বিকেলে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়। ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। ঋণচুক্তির পাশাপাশি বিশ্বব্যাংকের সঙ্গে পিকেএসএফের এ সংক্রান্ত একটি প্রকল্প চুক্তিও হয়। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আবদুল করিম ওই চুক্তিতে সই করেন।
×