ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচন বর্জনের উছিলা তৈরির পাঁয়তারা বিএনপির ॥ ইনু

প্রকাশিত: ০৬:০০, ১৭ মে ২০১৮

জাতীয় নির্বাচন বর্জনের উছিলা তৈরির পাঁয়তারা বিএনপির ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৬ মে ॥ বাংলাদেশের গণমাধ্যম প্রতি মুহূর্তে ঘটনার সঠিক প্রতিফলন ঘটাচ্ছে, এতে গণমাধ্যম কাউকে ছাড় দিচ্ছে না- মন্তব্য করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খুলনার নির্বাচনও গণমাধ্যম সব সময় অনুসরণ করেছে। ভোট খুবই খারাপ হয়েছে, এ পর্যন্ত এমন কোন প্রতিবেদন মিডিয়ায় দেখিনি। তাই বিএনপি এই নির্বাচন নিয়ে যা বলছে তা মূলত বাস্তব অবস্থার উল্টো। ইনু বলেন, নির্বাচনে জিতলে ভাল, আর হারলে খারাপ বিএনপি যদি এই নীতিতে চলে তবে আমরা মনে করব, গণতান্ত্রিক নির্বাচনী নীতি তারা গ্রহণ করছে না। খুলনার এই পরাজয়কে বিএনপি জাতীয় নির্বাচন বর্জনের উছিলা তৈরির পাঁয়তারা করছে। তবে এ পাঁয়তারা সফল হবে না। তথ্যমন্ত্রী বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরাজয় শিকার করে বিএনপি এ নির্বাচনে অংশ নিক। সারাবিশ্ব দেখেছে খুলনার নির্বাচন অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়নি এমন কোন প্রতিবেদন দেশী-বিদেশী কোন গণমাধ্যম প্রকাশ করেনি। বিএনপির প্রার্থীও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে ছিল এবং ভোট গণনায় অংশ নিয়েছে। বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে হাসানুল হক ইনু বলেন, সুপ্রিমকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছে। আদালত স্বাধীনভাবেই কাজ করছে। এ বিষয়ে সরকারের কোন সম্পর্ক নেই। তবে বেগম জিয়া এতিমের টাকা আত্মসাতে তার বিরুদ্ধে আদালতের রায় মেনে নিয়েছেন বলেই শান্তিপূর্ণভাবে কারাগারে গেছেন। মেনে নিয়েছেন বলেই গত ১০ বছরে বিএনপি এ নিয়ে কোন মিছিল করেনি। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতিতে ফেরত যাবে না। অপরাধ করলে বিচার হবে, আর সাজা হলে কারাগারে যেতে হবে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×