ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০০, ১৭ মে ২০১৮

চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ চাঁদার দাবিতে গুলিস্তান নবাবগঞ্জ রুটে বাস চলাচলে বাধা দেয়া ও বাস আটক রাখার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছেন মালিক ও শ্রমিকরা। এতে গুলিস্তান, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের কয়েক শত যাত্রী ও শ্রমিক কর্মচারী অংশ নেয়। এ সময় পরিবহনের মালিক নার্গিস মল্লিক নামের এক বিধবা অভিযোগ করে বলেন- চাঁদার দাবিতে দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের শাহিন আহমেদ ও তার সহযোগী হানিফ, রিয়াজ, জানে আলম ও ইমনের নেতৃত্বে হয়রানি গাড়ি ভাংচুর ও আটকের মতো অপরাধ করে আসছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়। সর্বশেষ গত ২৬ এপ্রিল আমার একটি বাস কেরানীগঞ্জ এলাকায় আটক করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে গিয়ে আটক করা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করতে গেলে পুলিশ নেয়নি।
×