ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেসিসি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ মে ২০১৮

কেসিসি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এই নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রয়োগেরও বিজয় হয়েছে। বুধবার ধানম-ি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি বলে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির প্রার্থীর একটি কেন্দ্র নিয়ে অভিযোগ ছিল, যা নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে। নির্বাচন হলে জয়-পরাজয় থাকবে। কিন্তু যেকোন জয়-পরাজয়কে শান্ত মনে গ্রহণ করাটাই হচ্ছে গণতন্ত্রের আচরণ। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যাত্রা এবং শান্তির পথে বাংলাদেশ- এটা প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে মহাকাশ বিজয় করেছি। আমরা মহাকাশে বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান পৌঁছে দিয়েছি। বাংলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে আজকে এই মহাকাশ বিজয়। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে আছেন।
×