ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার ফল যারা প্রত্যাখ্যান করেছে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ মে ২০১৮

খুলনার ফল যারা প্রত্যাখ্যান করেছে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ খুলনা সিটি নির্বাচনের ফল যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এতিমের টাকা আত্মসাতকারী, অর্থপাচারকারী, দুর্নীতিবাজ ও লুটেরাদের দল বিএনপি-জামায়াত ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাদের জন্য আরও বড় পরাজয়ের পরিণতি অপেক্ষা করছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি নেতারা বুঝতে পারেনি, এখন দেশের জনগণ অনেক সচেতন। মিথ্যাচার, বিভ্রান্তি ও ভীতি সঞ্চার করে জনগণের মন জয় করা যায় না। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলে তা আবারও প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিকে বিএনপির মামার বাড়ির আবদার আখ্যায়িত করে সেতুমন্ত্রী বলেন, সিইসিসহ পুরো কমিশন তো সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। আর সেখানে বিএনপিরও অংশগ্রহণ ছিল। কাজেই এ ধরনের দাবি মামা বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আবদুল খালেক। সবাই বলছে একটা ভাল নির্বাচন হয়েছে। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। শুধু একটা দল এর বিরোধিতা করছে, সেই দলটি বিএনপি। এই দলের নামই হচ্ছে মানি না, মানব না। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বলেন, কত পার্সেন্ট ভোট, এটা তো গেজেট হয়ে গেছে। এটা তো আমাদের বানানো বা সাজানো কোন বিষয় নয়। ফলে খুলনায় জনগণের রায়কে যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, তারপরও তো মানছে না। মানি না মানব না। নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হতো তাহলে কি এত ভোট বিএনপি পেত? আপনারা সাংবাদিকরাও ছিলেন, কোথায় হস্তক্ষেপ হয়েছে, কোথায় কেন্দ্র দখল হয়েছে, কোথায় ভোট জালিয়াতি হয়েছে? কেউ বলছে না দাবি করে তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা বলছে না, সাংবাদিকরা বলছে না। এমন কি গণমাধ্যমে আমাদের যারা কট্টর সমালোচক তারাও কিন্তু এই নির্বাচনকে মোটামুটি একটা ভাল নির্বাচন বলে প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারেনি বিএনপি। বিএনপিকে খুশি করতে হলে তাদের জেতাতে হবে। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে কোন মূল্যে জিততে হবে-এই ধরনের মানসিকতা এবং জিতলে আছি- হারলে নাই এই ধরনের অপকৌশল থেকে বেরিয়ে আসুন।
×