ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা মোটেই বাসের অনুপযোগী শহর নয় ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ মে ২০১৮

ঢাকা মোটেই বাসের অনুপযোগী শহর নয় ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ নির্ধারিত সময়ের মধ্যেই নতুন প্রজন্মের জন্য ঢাকাকে সম্পূর্ণ বসবাসের উপযোগী শহরে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসঙ্গে বিভিন্ন দেশের তুলনায় রাজধানী ঢাকা শহর মোটেই বাসের অনুপযোগী শহর নয়। এই শহর হ্যাপিনেস ইনডেক্সের সূচকে বহু উপরে রয়েছে। তাই এসব কথা মানতে নারাজ বলে জানান মেয়র। বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরের সভাকক্ষে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সংস্থাটির সব উর্ধতন কর্মকর্তাসহ সংরক্ষিত ও সাধারণ সব ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মেয়র তার এই তিন বছরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আগামী বছরের বিভিন্ন কর্ম পরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। সম্মেলনের তথ্যানুযায়ী গত তিন বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বেশ কিছু প্রকল্প সঠিক সময়ে ও সঠিকভাবে বাস্তবায়িত করা গেলে পাল্টে যাবে ঢাকার বর্তমান চিত্র।
×