ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল হতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ মে ২০১৮

কাল হতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

স্টাফ রিপোর্টার ॥ দেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। বুধবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা জানায়, দেশের আকাশে কোথাও আরবী ১৪৩৯ হিজরীর রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। এর আগে রমজান মাসের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে চাঁদ দেখা পর্যালোচনা করতে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। পর্যালোচনা শেষে জানানো হয় দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরী ১৪৩৯ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আজ বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১২ জুন মঙ্গলবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান মন্ত্রী।
×