ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিলামে ফারনেস ব্লু বিক্রি

প্রকাশিত: ০৪:০৩, ১৭ মে ২০১৮

নিলামে ফারনেস ব্লু বিক্রি

ইউরোপের রাজবাড়িগুলোতে গত তিন শ’ বছর অতিবাহিত করা একটি বিরল নীল হীরা (ফারনেস ব্লু) জেনেভায় ৬৭ লাখ মার্কিন ডলার (৫০ লাখ পাউন্ড) দামে নিলামে বিক্রি হয়েছে। স্পেনের রাজা পঞ্চম ফিলিপকে ১৭১৫ সালে ডিউক অব পারমার মেয়ে এলিজাবেথ ফারনেস বিয়ে করার সময় উপহার হিসেবে পেয়েছিলেন। কয়েক প্রজন্ম ধরে হীরাটি স্পেন, ফ্রান্স, ইতালি ও অস্ট্রিয়ায় অবস্থান করছিল। ছয় দশমিক এক ক্যারট হীরাটি ভারতের বিখ্যাত গোলকোন্ডা খনিতে উৎপাদিত -বিবিসি
×