ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু কাল

প্রকাশিত: ০৮:২৯, ১৬ মে ২০১৮

চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু কাল

বিডিনিউজ ॥ রমজানের চাঁদ মঙ্গলবার দেখা না যাওয়ায় বুধবার থেকে রোজা শুরু হচ্ছে না সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে। কাল বৃহস্পতিবার থেকে ওই অঞ্চলে রমজান মাস গণনা শুরু হবে বলে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে রোজা ও ঈদ পালন হয় একদিন ব্যবধান রেখে। আল আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি আরবে কোন স্থানে চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার থেকে রোজা শুরুর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। কাতার, আমিরাত সরকারও একই নির্দেশনা দিয়েছে বলে খালিজ টাইমস ও গালফ টাইমস জানিয়েছে।
×