ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমজ ছেলে সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৮, ১৬ মে ২০১৮

জমজ ছেলে সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ মে ॥ কন্যা সন্তানের বাবা হওয়ার দুই বছর পর জমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক। রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে সোমবার রাত ১২টা ৩২ মিনিটে জমজ দুই ছেলে সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। দুই নবজাতক ও তাদের মা রিক্তা সুস্থ আছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। এর আগে ২০১৬ সালের ২৮ মে মুজিবুল হক-রিক্তা দম্পতির মেয়ে জান্নাতুল মাওয়া রিমুর জন্ম হয়েছিল। ঘর আলো করে আসা মেয়েটি এখন ছুটে বেড়ায়। আগামী ৩১ মে রেলপথমন্ত্রীর বয়স ৭১ বছর পূর্ণ হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল আলম জানান, সন্তানের বাবা হওয়ার খবরে ওই রাতে এবং আজ (মঙ্গলবার) মন্ত্রিসভায় রেলপথমন্ত্রীর সহকর্মী এবং দলের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সুহৃদসহ বিভিন্ন লোকজনও তাকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, জমজ ছেলে হওয়ায় রেলমন্ত্রী দারুণ খুশি। মা ও দুই ছেলে সবাই সুস্থ আছে। ধর্মীয় রীতি অনুযায়ী পরে তাদের নাম রাখা হবে। আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার পরিবার ও স্বজনসহ দলীয় নেতাকর্মীদের মাঝে। মঙ্গলবার দিনভর মন্ত্রীর বাসভবনে অসংখ্য নেতাকর্মী ভিড় জমান এবং তারা নবজাতকসহ দম্পতিকে অভিনন্দন জানান। কুমিল্লা থেকে তার শুভাকাক্সক্ষী এবং দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ মন্ত্রীকে মিষ্টিমুখ করানোর জন্য কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। অনুভূতি ব্যক্ত করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, দেখলাম মানুষের জীবনের শেষ বয়সে একজন সঙ্গী দরকার, যাতে পরবর্তী জীবনে নিঃসঙ্গ না থাকতে হয়। এখন আল্লাহ আমাদের তিন সন্তান দিয়েছেন। তাদেরসহ সকলকে নিয়ে আল্লাহর ইচ্ছায় সুখের দিন কাটাতে চাই।’ দীর্ঘ ৬৭ বছরের একাকীত্ব জীবনের অবসান ঘটিয়ে ২০১৪ সালের ৩১ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।
×