ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষক কিরণ

প্রকাশিত: ০৬:৩৮, ১৬ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষক কিরণ

স্পোর্টস রিপোর্টার ॥ যারা ক্রীড়াঙ্গনের খবর নিয়মিত রাখেন তাদের অনেকেই জানেন ক্রিকেটসহ বেশকটি ইভেন্টে বিশ্বকাপে খেলে বাংলাদেশ। কিন্তু লাল-সবুজ জার্সিওলাদের কাছে ফুটবলের বিশ্বকাপ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্তমানে দেশের ফুটবলে যে অবস্থা, তাতে আশা করাটাও বোকামি। যদিও নারী ফুটবলাররা ব্যতিক্রম। তাদের সাফল্য ঈর্ষণীয়। তারা হয়তো একসময় বিশ্বকাপ খেলবে। তবে এই মুহূর্তে একটি খবরে পুলকবোধ করতেই পারেন বাংলাদেশী ফুটবলপ্রেমীরা। আর তা হলোÑ রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশ। তার মানে অবশ্যই বাংলাদেশ সেখানে খেলতে যাচ্ছে না। আসন্ন এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ফিফা কাউন্সিল সদস্য হিসেবে বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন এই নারী সংগঠক। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমাকে দুটো অপশন দিয়েছিল ফিফা, যে কোন একটি ভেন্যুর দায়িত্ব গ্রহণ অথবা সব ভেন্যু পর্যবেক্ষণ। আমি দ্বিতীয়টিই বেছে নিয়েছি। আমার দায়িত্ব হলো প্রত্যেক ভেন্যুতে সবকিছু ঠিকঠাক চলছে কিনা, তা পর্যবেক্ষণ করা। ফিফা কাউন্সিল সদস্য হিসেবে এটা আমার দায়িত্ব। শুনেছি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপে আমাকে বিশেষ দায়িত্ব দিতে যাচ্ছেন। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।’ কিরণ আরও বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও অনেক বড় অর্জন। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ফিফার কাছে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। আমার এই দায়িত্বের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব ফুটবলের অনেক সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে। আমি তাই গর্বিত ও প্রীত।’
×