ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার হকি লীগ ॥ জিমির পঞ্চম হ্যাটট্রিক, গুরজিন্দরের ডাবল হ্যাটট্রিক, রাব্বিরও হ্যাটট্রিক

মোহামেডানের টানা সপ্তম জয়

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ মে ২০১৮

মোহামেডানের টানা সপ্তম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগে টানা সপ্তম ম্যাচেও জয় কুড়িয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৩-৩ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায়। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ৭-১ গোলে এগিয়েছিল। এদিন মোহামেডান শুধু বড় ব্যবধানে জেতেইনি, তারা বইয়ে দেয় হ্যাটট্রিকের বন্যাও। হ্যাটট্রিক হয় চারটি, করেন তিনজন মিলে। সাদা-কালো খ্যাত চারবারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান নিজেদের আগের ম্যাচগুলোতে হারায় আজাদ, ভিক্টোরিয়া, এ্যাজাক্স, সাধারণ বীমা, পুলিশ ও ওয়ারী ক্লাবকে। মঙ্গলবারের ম্যাচে ভারতীয় গুরজিন্দর সিং করেন ডাবল হ্যাটট্রিক। সবগুলোই ছিল ফিল্ড গোল। কম জাননি তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিও। ২৪ ঘণ্টার মধ্যেই করলেন আরেকটি হ্যাটট্রিক (৪ গোল, ৩টি ফিল্ড ও ১টি পিসি গোল)। চলমান লীগে এটা তার পঞ্চম হ্যাটট্রিক যা সবার চেয়ে বেশি। হ্যাটট্রিক করেন রাব্বি সালেহীনও। ওয়ান্ডারার্সের মোঃ মাকসুদুর, জাহিদ হোসেন এবং তাহমিক হক ১টি করে গোল করেন। অপর ম্যাচে সোনালী ব্যাংক ৪-০ গোলে আজাদ এসসিকে হারায়। বিজয়ী দলের প্রসেনজিৎ রায় এবং দ্বীন ইসলাম ইমন জোড়া গোল করেন। মেরিনার ইয়াংসে মিসরের দুই হকি খেলোয়াড় স্পোর্টস রিপোর্টার ॥ চলমান বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে খেলতে ঢাকা এসে পৌঁছেছেন মিসর জাতীয় হকি দলের দুই সদস্য আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা এবং আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই। মধ্যমাঠের এই দুই খেলোয়াড় সর্বশেষ জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় হকি লীগ রাউন্ড তিনপর্বে বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বর্তমান ২০ নম্বরে অবস্থানকারী মিসর জাতীয় দলের হয়ে অংশ নেন। গত সাত বছর ধরে মিসর জাতীয় দলের হয়ে ৫০-এর বেশি ম্যাচে খেলেছেন তারা। উল্লেখ্য, দেশের হকি ইতিহাসে ঘরোয়া লীগে মিসরের কোন খেলোয়াড় এবারই প্রথম বাংলাদেশের কোন ক্লাব দলের হয়ে অংশ নিচ্ছে।
×