ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন শশাঙ্ক মনোহর

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ মে ২০১৮

দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন শশাঙ্ক মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন শশাঙ্ক মনোহর। আইসিসি বোর্ডে আর কোন মনোনয়ন প্রত্যাশী না থাকায় ফের বিশ্বক্রিকেটের অভিভাবক হতে যাচ্ছেন এই ভারতীয়। ২০১৬ সালে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোহর। চলতি ২০১৮ সালে দুই বছর মেয়াদের সময় শেষ হচ্ছে। নতুন করে নির্বাচিত হওয়ার পর আরও দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান থাকবেন ভারতের এই ক্রীড়া সংগঠক। দায়িত্ব নেয়ার পর গত দুই বছরে আইসিসিতে চোখে পড়ার মতো পরিবর্তন এনেছেন মনোহর। গভর্নিং কাঠামোও পরিবর্তনসহ আইসিসিতে প্রথম স্বাধীন নারী পরিচালক নিয়োগ এবং খেলাটার বিশ্বায়নে আয়ারল্যান্ড, আফগানিস্তানের মতো সদস্যদের টেস্ট মর্যাদা দেয়াসহ নানা সিদ্ধান্ত এসেছে তার হাত ধরে। আইসিসির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মনোহর বলেছেন, ‘অন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের।
×