ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-পর্তুগালের প্রাথমিক দল

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ মে ২০১৮

আর্জেন্টিনা-পর্তুগালের প্রাথমিক দল

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র ২৯ দিন বাকি। প্রতিদ্বন্দ্বী ৩২ দেশ তাই স্কোয়াড ঘোষণা শুরু করেছে। ইতোমধ্যে ব্রাজিল চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করেছে। দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, পর্তুগাল, কলম্বিয়া, মেক্সিকোসহ প্রায় ২০ দল। তবে শুধু দুইদেশ ছাড়া অন্য সবাই প্রাথমিক দল ঘোষণা করেছে। এর থেকে চূড়ান্ত দল বেছে নেয়া হবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইন্টার মিলার স্ট্রাইকার মাউরো ইকার্ডি এবং জুভেন্টাস প্লেমেকার পাওলো দিবালা। প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও এ্যাগুয়েরো এবং এ্যাঞ্জেল ডি মারিয়াসহ অধিকাংশ তারকা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেই দল ঘোষণা করেছেন কোচ জর্জ সাম্পাওলি। আগামী ২ জুন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অপর তিন দল হচ্ছে নাইজিরিয়া, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৬ ইউরোতে চমকে দিয়েছিল পর্তুগাল। প্রথমবারের মতো জিতে নেয় ইউরোপ সেরার ট্রফি। সেই আসরের চমক ছিলেন তখনকার ১৮ বছর বয়সী এক মিডফিল্ডার। রেনাটো সানচেজ ইউরোর সেরা তরুণ খেলোয়াড়ও হয়েছিলেন। কিন্তু দুই বছরের মধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে তার। পর্তুগালের ৩৫ জনের প্রাথমিক দলেও জায়গা করে নিতে পারেননি এই মিডফিল্ডার। দোষটা সানচেজেরই। ইউরো সাফল্যের পরপরই বড় ক্লাবগুলোর নজরে পড়েছিলেন তিনি। বেয়ার্ন মিউনিখ দলেও টানে তাকে বেনফিকা থেকে। খরচ করে ৩৫ মিলিয়ন ইউরো। বোনাসসহ যে অঙ্কটা ৮০ মিলিয়নে গিয়ে পৌঁছাত। কিন্তু জার্মানিতে ১৭ ম্যাচ খেলেই বুঝে যান এখানে আর জায়গা পাওয়া হচ্ছে না। এরপর ধারে খেলতে পাঠিয়ে দেয়া হয় ইংলিশ ফুটবলে। কিন্তু সোয়ানসি সিটির হয়েও আলো ছড়াতে পারেননি। দুই বছরে নিজেকে আরও পরিণত করে আরেক উচ্চতায় যাওয়ার কথা ছিল। কিন্তু এবারের বিশ্বকাপ এখন এই ২০ বছর বয়সীকে দেখতে হবে টিভিতে। পর্তুগীজদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারের বিশ্বকাপের অন্যতম সেরা তারকা হতে পারেন। রোনাল্ডিনহো-স্যামুয়েল ইতোদের সঙ্গে বার্সিলোনায় ডিফেন্ডার হিসেবে খেলেছেন রাফায়েল মারকুয়েজ। তারা নিজেদের বুটজোড়া অনেক আগেই তুলে রেখেছেন শো-কেসে। অথচ মারকুয়েজ এখনও দিব্যি খেলে যাচ্ছেন। তাকে রেখেই বিশ্বকাপের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন মেক্সিকো কোচ জুয়ান কার্লোস ওসোরিও। ৩৯ বছর বয়সী এই ফুটবলার যদি বিশ্বকাপের ২৩ সদস্যের দলে সুযোগ পেয়ে যান তাহলে তিনি হবেন ৫টি বিশ্বকাপ খেলা মাত্র তৃতীয় ফুবলার। বিশ্বকাপের চূড়ান্তপর্বে লড়াই করার জন্য ৩৫ সদস্যের শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। কোচ জোশে পেকারম্যান ২০১৪ বিশ্বকাপে খেলা ১১ অভিজ্ঞ ফুটবলারকে রেখেছেন রাশিয়াগামী বিশ্বকাপের দলে। কলম্বিয়ান তারকা ফুটবলার জেমস রড্রিগুয়েজ, রাদামেল ফ্যালকাও, ডেভিড ওসপিনা, কার্লোস সানচেজ, এ্যাবেল এ্যাগুইলার এবং ক্রিশ্চিয়ান জাপাতা আছেন স্কোয়াডেও। ২০১৪ বিশ্বকাপ ইনজুরির কারণে খেলতে পারেননি ফ্যালকাও। এবার তাই মাঠ মাতাতে মুখিয়ে আছেন তিনি। এদিকে ডোপিং নিষেধাজ্ঞা ৬ মাস থেকে বাড়িয়ে ১৪ মাস হওয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছে না পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এই তথ্য নিশ্চিত করেছে। অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরে গুয়েরেরোর শরীরে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। যে কারণে ফিফা তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু আপীলে তা ছয় মাসে কমিয়ে আনা হয়। এর ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে তার এই নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার কথা ছিল। এদিকে বিশ্ব এন্টি-ডোপিং এজেন্সির অনুরোধে সিএএস আপীলের সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করে। সিএএস’র একটি প্যানেল সবকিছু যাচাই-বাছাই করে গুয়েরেরোর দোষের মাত্রা নিরিখে শেষ পর্যন্ত তাকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
×