ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দাবি করলেন সাবেক এ বিশ্বসেরা টেনিস তারকার কোচ

ফ্রেঞ্চ ওপেন জেতার সামর্থ্য আছে সেরেনার

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ মে ২০১৮

ফ্রেঞ্চ ওপেন জেতার সামর্থ্য আছে সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামস ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্লাম জয়ের পর থেকেই কোর্টের বাইরে ছিলেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে আর অংশ নেননি কোন আসরে প্রথম সন্তান জন্মদানের জন্য। সেপ্টেম্বেরে কন্যা সন্তানের মা হওয়ার পর এ বছর কোর্টে ফেরেন। তবে সুবিধা করতে পারেননি। সে সময় ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন এমনটাই জানিয়েছিলেন। এ কারণেই বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ক্লে কোর্ট মৌসুমে কোন ইভেন্টে অংশ নেননি তিনি। আগামী ২৭ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। সেখানেই অংশ নেবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। তবে সাবেক এ বিশ্বসেরা মার্কিন টেনিস কৃষ্ণকন্যার কোচ প্যাট্রিক মুরাটোগলুই জানালেন সেরেনা ফ্রেঞ্চ ওপেন জেতার সামর্থ্য রাখেন। আর সেজন্য তিনি প্রস্তুত আছেন। গত ফেব্রুয়ারিতে আবার টেনিস কোর্টে ফিরেছিলেন ৩৬ বছর বয়সী সেরেনা। কিন্তু ফিটনেসের সঙ্গে লড়তে হয়েছে তাকে। এ কারণে সর্বশেষ কয়েকটি বড় টুর্নামেন্টে নামেননি তিনি। মাদ্রিদ ওপেনের পর আগামী মাসে ইতালিয়ান ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। আসন্ন ফ্রেঞ্চ ওপেনে অংশ নেবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল। কারণ, ক্লে কোর্টে এ মৌসুমে কোন ম্যাচই খেলেননি সেরেনা। তা নিশ্চিত করার আগেই আগামী জুলাই-আগস্টে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে প্রথম হার্ডকোর্ট আসর দিয়েই আবার ফেরার ঘোষণা দেন। তখন অনেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে সেরেনা ফিরবেন না। তবে তার কোচ জানালেন ফ্রেঞ্চ ওপেনে শুধু যে নামবেন তাই নয়, বরং শিরোপা জেতার প্রত্যাশা নিয়েই ফ্রান্সে আসবেন তিনি। গত মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে আগেভাগেই বিদায় নিয়েছিলেন সেরেনা। এরপর থেকেই কোর্টে দেখা যায়নি তাকে। মাদ্রিদ ও রোমের দুটি বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। কিন্তু কোচ প্যাট্রিক এবার বললেন, ‘সেরেনা ফ্রেঞ্চ ওপেন খেলবেন জেতার জন্যই। তিনি কি সেটা পারবেন? এমন প্রশ্নে আমি বলব সেরেনা যে কোন কিছুই অর্জন করতে পারেন। ৬ বছর ধরে তার কোচ হিসেবে কাজ করার পর আমি এই বক্তব্য অনেক নিশ্চিত হয়েই বলতে পারি।’ দু’দিন আগে সেরেনা ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া সান জোসে হার্ডকোর্ট টুর্নামেন্ট দিয়ে আবার ফেরার ঘোষণা দেন। আগে এই আসরটি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিক নামে পরিচিত ছিল। কিন্তু এবার সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এবার ফরাসী ওপেনেও অংশ নেবেন সেরেনা। এ বিষয়ে কোচ প্যাট্রিক আরও বলেন, ‘তার গর্ভধারণের পর শরীরটাকে পুনর্গঠন করতে অনেক কষ্ট করতে হয়েছে। ৩০ এপ্রিল যখন তিনি টেনিস একাডেমিতে পৌঁছেন আমরা বুঝতে পারি যে এখনও পুরোপুরি প্রস্তুত নয় সেরেনা। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তিনি খুবই কঠোর পরিশ্রম করছেন। তিনি সব জায়গায় অনেক দ্রুত উন্নতি করছেন। আমি খুবই সন্তুষ্ট তার উন্নতিতে এবং আত্মবিশ্বাসী যে রোল্যাঁ গাঁরো জেতার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত এখন। তিনি অবশ্যই জেতার জন্যই ফিরবেন এবং অপেক্ষাটা দীর্ঘদিনের। সে কারণে কিছুটা হয়তো অস্বস্তির মিশ্রণ থাকবে তার মধ্যে। কারণ অনেক উত্তেজনা কাজ করবে এবং তিনি সর্বোচ্চ ভাল করতে সচেষ্ট থাকবেন। এ জন্যই এ ধরনের একটি বড় টুর্নামেন্টে খেলতে তিনি অনেক কাজ করেছেন।’
×