ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজারে আসছে ৫ টনের ক্যাসেট ও ২ টনের ইনভার্টর এসি

প্রকাশিত: ০৬:২৬, ১৬ মে ২০১৮

বাজারে আসছে ৫ টনের ক্যাসেট ও ২ টনের ইনভার্টর এসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলছে গ্রীষ্ম। প্রখর উত্তাপের আঁচ সর্বত্র। পড়ছে অসহনীয় গরম। গরমে প্রশান্তি দিতে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে আয়নাইজার প্রযুক্তির পাশাপাশি ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির নতুন মডেলের এসি। স্বাস্থ্যকর বাতাস, তুলনামূলক কম বিদ্যুত খরচ ও সঠিক বিটিইউ’র (ব্রিটিশ থারমাল ইউনিট) নিশ্চয়তা থাকায় ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে ওয়ালটনের নতুন মডেলের এসব এসি। চলতি মাসেই ২ টনের নতুন মডেলের ইনভার্টার এসি ও ৫ টনের ক্যাসেট টাইপ কমার্শিয়াল এসি বাজারে আনছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্যাপক গ্রাহক চাহিদার প্রেক্ষিতেই নতুন মডেলের এসব এসি উৎপাদন ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি। ওয়ালটনের সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, নতুন মডেলের এসিগুলো বেশি চলছে। গত বছরের মার্চ ও এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রায় ২১.৩৯ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে ওয়ালটনের। সেলস বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, আয়নাইজার ও ইনভার্টার প্রযুক্তির স্মার্ট এসি এনে চমক সৃষ্টি করেছে ওয়ালটন।
×