ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব টেলিযোগাযোগ দিবস কাল

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ মে ২০১৮

বিশ্ব টেলিযোগাযোগ দিবস কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। দিবসটিকে কেন্দ্র করে নানা কর্মসূচী হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিভাগ। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এদিকে, টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আইইবি ভবন থেকে একটি র‌্যালি বের করবে। এই র‌্যালির উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিশ্ব টেলিযোগাযোগ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, বেসরকারী মোবাইল অপারেটর এবং টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচী পালন করা হবে। অনুষ্ঠানে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে।
×