ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনা সিটিতে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির মিথ্যাচার ॥ নানক

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ মে ২০১৮

খুলনা সিটিতে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির মিথ্যাচার ॥ নানক

বিশেষ প্রতিনিধি ॥ খুলনা সিটি কর্পোরেশনে দলীয় মেয়রপ্রার্থীর পরাজয় অবশ্যম্ভাবী জেনে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে এ অভিযোগ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সংবাদ সম্মেলনে আওয়ামী নানক বলেন, খুলনা সিটি নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সব ভোটকেন্দ্রে নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন। ভোটের যে গতিপ্রকৃতি, তা দেখে মনে হয়- বিএনপি তাদের মেয়রপ্রার্থীর পরাজয় অবশ্যম্ভাবী জেনে এবং সেই পরাজয়কে ঢাকার জন্য এখনই মিথ্যাচার করছে। মঙ্গলবার ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছিলেন। এর জবাবে নানক আরও বলেন, নয়াপল্টনের স্থায়ী বাসিন্দা আছেন রিজভী সাহেব। মঙ্গলবার সকাল থেকেই এবং তার আগে থেকেই একই কায়দায় তিনি এই ভোটগ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন। খুলনার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গণমাধ্যমের সামনে নানা গুজব রটাচ্ছেন। তিনি বলেন, যেখানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম চলছে, সেখানে শুরু থেকেই বিএনপি নামের দলটি মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিথ্যাচার তাদের জন্মগত অভ্যাস। তবে তাদের এই অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেই আওয়ামী লীগ আশা করছে। আর একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভুরি-ভুরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা ছিল স্ববিরোধী। আওয়ামী লীগের এই নেতা বলেন, খুলনার জনগণ যে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, গণমাধ্যমই তার সবচেয়ে বড় সাক্ষী। সব গণমাধ্যম বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি সম্প্রচার করছে। দিনশেষে খুলনার জনগণ মেয়র পদে নৌকা মার্কায় তালুকদার আবদুল খালেককে বিপুল ভোটে জয়ী করবেন বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। এদিন সকাল থেকে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা ধানম-ি কার্যালয়ে অবস্থান নিয়ে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। খুলনার নেতাদের কাছ থেকে ভোটগ্রহণের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন তারা। একই সঙ্গে খুলনার নেতাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে নানা নির্দেশনাও পাঠান। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন নাহার লাইলী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
×