ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যানজট সমস্যা স্বাভাবিক হয়ে আসবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ মে ২০১৮

যানজট সমস্যা স্বাভাবিক হয়ে আসবে ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন করার পরও কিছু কিছু কারণে মাঝে মাঝে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বাস্তবতাকে চাপা দিয়ে লাভ নেই। যা সত্য তা স্বীকার করেই সমাধান করতে হবে। আমরা বসে নেই, আমাদের উদ্যোগের কোন ঘাটতি নেই। রাস্তায় কোন সমস্যা নেই। তিনি বলেন, এরই মধ্যে ফেনীর ফোরলেনের কাজ শেষ হয়ে গেছে। কুমিল্লার পদুয়া বাজারের ওভারপাসের কাজও শেষ হয়েছে। সেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। গত কয়েকদিন ধরে যে যানজট হচ্ছে তা ফেনীর ফতেপুরের রেলওয়ের ওভারপাস নির্মাণের জন্য মূলত হচ্ছে। এই কাজটি পিবিএল পেয়েছিল। তারা সময় মতো কাজটি করতে পারছিল না, যে কারণে তারা বারবার আমাদের টার্গেট ফেল করেছিল, যে কারণে ডেপোজিট ওয়ার্ক হিসেবে সেনাবাহিনীকে কাজটি দিয়েছি। সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজটি করার চেষ্টা করছে। সেনাবাহিনী কাজ দ্রুত করে এবং মান সম্পন্ন কাজ করে। নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করে। তিনি যানজটের কারণে দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ফেনীর দুটি লেনের মধ্যে একটি লেন আজ খুলে দেয়া হয়েছে, ঈদের আগে আগে ওপরের দুই লেন এবং নিচের দুই লেন দিয়ে যান চলাচল করলে যানজট সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, আজকের মধ্যেই মহাসড়কের যানজট সমস্যা স্বাভাবিক হয়ে আসবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয়ের আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর সিটি কর্পোরেশনের মতো অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। খুলনার নির্বাচন সাংবাদিক ও পর্যবেক্ষকরা দেখছে। ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, বিএনপি যেভাবে বলছে, তার শারীরিক অবস্থা সে রকম কী না, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বয়স হয়েছে, তারপর জেলখানা, সবকিছু মিলিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ এ কথা বলা যাবে না। তার অসুস্থতার জন্য যে যে চিকিৎসা প্রয়োজন, সেটা কারাগারে নেয়া হচ্ছে। তার পরও (বেগম জিয়ার ) আরও উন্নত চিকিৎসা প্রয়োজন কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন। ওবায়দুল কাদের ঢাকা বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ ১৪টি জয়লাভ করায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বার কাউন্সিল নির্বাচনের ১৪টির মধ্যে ১২টি পদে আওয়ামী লীগ জয়ী হয়েছে। গত বছর নির্বাচনে ৮টি পদ পেয়েছিলাম। এবার খুব ভাল করেছে আওয়ামী লীগ। সাংকাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের চাঁদাবাজি আছে কী না সেটা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি হাইওয়ে পুলিশের ডিআইজিকে চাঁদাবাজি হচ্ছে কী না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে বলেন, সাংবাদিকদের কাছে চাঁদাবাজির কোন ডকুমেন্ট থাকলে দেয়ার জন্য অনুরোধ করেন।
×