ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র সাকিবকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে দুই বন্ধু

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ মে ২০১৮

স্কুলছাত্র সাকিবকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে দুই বন্ধু

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গায়, ১৫ মে ॥ চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র সাকিবকে তার দু’বন্ধু ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছে। আটক বন্ধুরা পুলিশের কাছে সাকিবকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় মিলানায়তনে পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে গত সোমবার ঘটে যাওয়া সাকিব হত্যাকা-ের বিষয়ে সাংবাদিকদের জানান। সাকিব হত্যাকা-ে জড়িত তার দু’বন্ধুকে তাদের বাড়ি থেকে সোমবার দিবাগত রাত ১টার সময় পুলিশ আটক করে। সেই সঙ্গে উদ্ধার করা হয় নিহত সাকিবের মোটরসাইকেল ও ডিএসএলআর ক্যামেরা। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সাকিব (১৭) হত্যাকা-ে জড়িত সন্দেহে তার দু’বন্ধু চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের রাশিদুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র তৌফিকুল ইসলাম তপু (১৬) ও একই উপজেলার দৌলাতদিয়াড়ের ইসতিয়ার হোসেনের ছেলে পাভেলকে (১৬) আটক করা হয়। নিহত সাকিব ঘাতক তপুর এক বান্ধবীর সঙ্গে প্রেম করত। তপু, সাকিবকে তার বান্ধবীর সঙ্গে প্রেম ও মোবাইল ফোনে কথা না বলার জন্য বারণ করে। এর কয়েক মাস আগে সাকিব তার কিছু বন্ধুসহ তপুকে মারধর করে। ওই ঘটনার জের ধরে গত সোমবার সকাল ১০টার দিকে শাকিবকে তার বাড়ি থেকে তপু ও পাভেল বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ফেরার পথে তাকে হত্যা করা হয়। গত সোমবার সন্ধ্যার একটু আগে দামুড়হুদার উপজেলার গোপিনাথপুর গ্রামের ভাইমারা খালের পশ্চিম পাশে নিয়ে গিয়ে হত্যা করা হয়। প্রথমে তপু সাকিবের গালে জোরে থাপ্পড় মারলে সে মাটিতে পড়ে যায়। এ সময় কোমরের বেল্ট দিয়ে শাকিবের গলা চেপে ধরে তারা। তারপর তপু ব্লেড দিয়ে শ্বাসনালী কেটে তাকে হত্যা করে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে বলে সেখানকার অফিসার ইনচার্জ আকরাম হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান।
×