ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনবল অর্ধেক নিয়ে যাত্রা

শুরুতেই জনবল সঙ্কটে পুলিশের এন্টি টেররিজম ইউনিট

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ মে ২০১৮

শুরুতেই জনবল সঙ্কটে পুলিশের এন্টি টেররিজম ইউনিট

শংকর কুমার দে ॥ দেশব্যাপী জঙ্গী দমনের জন্য নবগঠিত পুলিশের এন্টি টেররিজম ইউনিট। কার্যক্রম পরিচালনার শুরুতেই জনবল সঙ্কটের সম্মুখীন। চলতি মে মাসের শুরুতে রাজধানীর বারিধারার ভাড়া করা বাড়িতে কার্যক্রম শুরু করেছে এই ইউনিটটি। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের এই ইউনিটটির জনবল থাকার কথা ৫৮১ জন। কিন্তু পুলিশের এই ইউনিটটির যাত্রালগ্নেই প্রায় অর্ধেক জনবল অর্থাৎ মাত্র ৩শ’ জনবল নিয়ে যাত্রা শুরু করেছে এই ইউনিটটি। জঙ্গীবাদ দমনে নবগঠিত এই ইউনিটটির যাত্রালগ্নেই হোঁচট খাবার উপক্রম। জঙ্গীবাদ দমনের স্বার্থেই পুলিশের এন্টিটেররিজম ইউনিটটির জনবল সঙ্কটসহ সকল সমস্যার সমাধান করার অপরিহার্যতার কথা জানানো হয়েছে সরকারের নীতি নির্ধারক মহলকে। পুলিশের সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, জঙ্গী দমনের জন্য গঠিত পুলিশের এন্টিটেররিজম ইউনিটের আকাশ চুম্বি সাফল্যের আশা নিয়েই গঠিত হয়েছে। দেশব্যাপী যাতে জঙ্গী দমনে বড় বড় অভিযান পরিচালনা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে সেই জন্য সেই লক্ষ্যে গঠিত হয় নবগঠিত পুলিশের এই ইউনিটটি। দেশে আর যাতে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং জঙ্গীবাদ দমন কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশের এই ইউনিটটির অর্গানোগ্রাম অনুযায়ী জনবল নিয়োগ সঙ্কট সমাধান না করা গেলে এই ইউনিটটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দেশের জঙ্গী সংগঠনগুলোর মেরুদ- ভেঙ্গে দেয়ার কৃতিত্ব অর্জনের জন্য গঠিত পুলিশের এন্টিটেররিজম ইউনিটটির যাত্রালগ্নে জনবল থাকার কথা ৫৮১ জন। কিন্তু ইউনিটটির যাত্রালগ্নের উল্লেখিত জনবলের বিপরীতে রয়েছে মাত্র ৩শ’ জন। যে কোন মুহূর্তে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠলেই ডাক পড়ে যাবে পুলিশের এই ইউনিটটির। তখন জঙ্গীদের ঘাঁটি ভেঙ্গে দিয়ে জঙ্গীদের দমন করা দুঃসাধ্য হয়ে পড়তে পারে। আর এ জন্যই জরুরী ভিত্তিতে লোকবল পুলিশের এই ইউনিটটির জনবল সঙ্কট সমাধান করার জন্য সরকারের নীতি নির্ধারক মহলকে অবহিত করা হয়েছে। পুলিশের এই ইউনিটটির জনবল সঙ্কট সমাধান হয়ে গেলে দেশব্যাপী জঙ্গীবাদ বিরোধী অভিযান আরও জোরদার করা যাবে বলে জানা গেছে।
×