ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ মে ২০১৮

বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৫ মে ॥ সৈয়দপুরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে মোরসালিন (১৮) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাক্টর চালক বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি তহশিলদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই এলাকার সাত্তারের ছেলে আপন (১৫)। এলাকাবাসী জানায়, মোরসালিন ট্রাক্টর নিয়ে বোতলাগাড়ীর সোনাখুলি যাওয়ার পথে রাস্তায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে সঙ্গে থাকা আপন এগিয়ে গেলে সে নিজেও বিদ্যুতস্পৃষ্ট হয়। এলাকাবাসী উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন। আহত আপন চিকিৎসাধীন রয়েছে। সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুর রকিব (৪০)। তিনি সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জানান, আবদুর রকিব পাথরঘাটা গ্রামে বাবুল সরদারের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছিলেন। এ সময় তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুন্দরবনে অপহৃত সাত জেলে উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে মালঞ্চ নদীর পীরখালি এলাকা থেকে র‌্যাব তাদের উদ্ধার করে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীসংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া ধরার সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন রাশেদুল ইসলাম, বিশ্বনাথ সানা, বিশ্ব ম-ল, জয়দেব ম-ল, পরিতোষ ম-ল, মাছুম গাজী ও রমেশ মণ্ডল।
×