ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

বগুড়ায় জামায়াতের ২৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ মে ২০১৮

বগুড়ায় জামায়াতের ২৫ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার রাতে বগুড়া সদরের নিশিন্দারা এলাকা থেকে পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে লিফলেটসহ জামায়াতের ২৫ নেতাকর্মী ও ক্যাডারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা গোপন বৈঠকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও অন্তর্ঘাতমূলক কর্মকা-ের পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জাহিদুল ইসলাম (৩৫), রাসেল জিলাদার (২৯) মজনু মিয়া (৫২), জাহিদুর রহমান (৬০), কামরুল ইসলাম (১৮), রায়হান আলী (৩৫), আব্দুস সোবহান (৪৭), আনোয়ার হোসেন (৩০), লুৎফর রহমান (৪৭), শফকত আলী (৬০), আনিছুর রহমান (৫৪), রমজান আলী (৫৬), মজিবর রহমান (৫৯), মাহফুজার রহমান (৫৭), শামীম আলম (৩৭), শাজাহান (৪৫), রফিকুল ইসলাম (৬০), আবুবক্কর সিদ্দিক (৩২), আহাদুল ইসলাম (৩১), তৌহিদুল ইসলাম (৩৫), ইমদাদুল হক (৩৯), আব্দুস সামাদ (৩৮), আব্দুর রাজ্জাক (৫৩), লাল মিয়া (৬৩) ও আব্দুল বাছেদ (৫৫) সাতক্ষীরায় ৯ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, গোপন বৈঠককালে অভিযান চালিয়ে জামায়াতের নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ইটাগাছা ও পলাশপোল মধু মোল্লার ডাঙ্গি থেকে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীরা হলো, পৌর জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ মোল্লা (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৩২), মেহেরুল্লাহ (৪৫), মাওলানা আব্দুল হাই সিদ্দিকি (৩৮), এসএম হায়দার আলী (৫৫), আমিনুর রহমান (২২), মোখলেছুর রহমান (৩০), রাসেল ইকবাল (২৮) ও মোঃ আলামিন (২০)।
×