ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ২২ কিমি সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৪৬, ১৬ মে ২০১৮

চাঁপাইয়ে ২২ কিমি সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বর্ষার আর মাত্র মাসখানেক দেরি। তারপরেও ২২ কিলোমিটার সড়কের কোন সংস্কার কিংবা পুনঃনির্মাণ করা হয়নি। বরেন্দ্রর গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে সীমান্তের বিচ্ছিন্ন উপজেলা ভোলাহাটের সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কটির সংযোগ হয়েছে। সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে থাকলেও গত এক যুগ ধরে এই সড়কে কোন সংস্কার কাজ হয়নি। তবে অভিযোগ রয়েছে মধ্যখানে একবার মোটা অংকের বরাদ্দ এলেও তা উঠিয়ে আত্মসাত করা হয়েছে। ফলে পুরো সড়কটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই পথে কোন মাইক্রো কিংবা বাস চলাচল করে না বছর খানেক থেকে। রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হওয়ার কারণে কোন ধরনের গাড়ি চলে না। হেঁটে কিংবা ভ্যান গাড়ি এই পথে চলাচলের জন্য জনগণের একমাত্র বাহন। দুই উপজেলার সাধারণ মানুষকে অটোভ্যানে চলাচলের কারণে দুর্ভোগ বেড়েছে। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছে পথচারি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীদের। ভোলাহাট উপজেলা চেয়ারম্যান জানান জেলার সমন্বয় কমিটির সভায় এই সড়কের বিষয়টি উত্থাপন করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ১৩ হতে ১৫ পর্যন্ত মাত্র ২ কিলোমিটারের টাকা এসেছে। খুব শীঘ্রই টেন্ডারও হবে। কিন্তু বাকি সড়ক সংস্কারের জন্য এস্টিমেট করে চাহিদার টাকা চেয়েছেন। এক কথায় বেহাল সড়কটির ২ কিলোমিটার সংস্কার করা হলেও তা টিকবেনা বর্ষা এলেই। ফলে দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। পুকুরে বিষ প্রয়োগ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ মে ॥ মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হয় জানি, কিন্তু মাছের সঙ্গে মানুষের কিসের শত্রুতা! স্থানীয় কারও সঙ্গেই আমার কোন বিরোধ নেই। তবুও কেন এমন শত্রুতা! রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে জানি না। পুকুর পাড়ে দাঁড়িয়ে এমন আক্ষেপ করেন তোফাজ্জেল হোসেন তোফা নামের একজন মৎস্য চাষী। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে অন্তত ১৫ মণ মাছ মারা যায়। জানা গেছে, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মৎস্য চাষী তোফাজ্জেল হোসেন তোফা সম্প্রতি একই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে খাইরুল ইসলাম সবুজ ও সাজ্জাদ হোসেন সুমনের কাছে থেকে প্রায় আড়াই বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষ শুরু করেন। এ ঘটনায় তার আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
×