ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ ২০ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ মে ২০১৮

মাগুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ ২০ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ মে ॥ শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে সোমবার রাত ১১টার দিকে এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জসীম শেখ (২৮) নামে একজনকে আশঙ্কা অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ২০ বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সাব্বির হোসেন মোল্লা ও বিএনপি নেতা হাফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন খানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত পাঁচদিন পূর্বে সাবিরের সমর্থক রইচের সঙ্গে তার প্রতিপক্ষ কালামের হাতাহাতি হয়। এর একদিন পরে রইচ কালামকে মারধর করে। পরে সুযোগ বুঝে কালামও রইচকে বেধরক মারধর করে। এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় সব্দালপুর বাজারে রইচ তার লোকজন নিয়ে কালামসহ তার ৫/৬ সমর্থককে মারধর করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে রাত ১১টার দিকে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ১০ জন কমবেশি আহত হয়। এই সময় ২০টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বড়পুকুরিয়ায় আহত ২৫ নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের খনি অবরোধের ঘটনায় মঙ্গলবার বেলা ১১টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। জানা গেছে, কয়লা খনির গেট দিয়ে খনির কর্মকর্তাদের প্রবেশের ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। খনিতে কর্মরত শ্রমিকরা তাদের রুটি-রুজির ১৩ দফা দাবি আদায়ের জন্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার আন্দোলনের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। খনিতে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে।
×