ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ মে ২০১৮

গাইবান্ধায় ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ মে ॥ সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার চাচাত ভাইয়ের হাতে আশরাফুল আলম শাহীন (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছে। বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম ওই গ্রামের আবুল মুনছুরের ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানায়, বাড়ির পার্শ্ববর্তী একখ- জমি নিয়ে আপন চাচাত ভাই জাহাঙ্গীর আলম (৪০)-এর সঙ্গে আশরাফুল আলম শাহীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে যান জাহাঙ্গীর আলম।আশরাফুল আলম বাধা দিতে যায়। এর ফলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে আশরাফুল আলমের ওপর হামলা চালায় জাহাঙ্গীর আলমসহ তার লোকজন। এতে আশরাফুল আলম শাহীন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান এবং তার সহযোগী রতন মিয়া গুরুতর আহত হয়। গফরগাঁওয়ে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তার তিন মাসের একটি ছেলে শিশু রয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে উপজেলার ঘাগড়া গ্রামে। জানা যায়, উপজেলার ঘাগড়া গ্রামের তাফাজ্জল ঢালীর মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে গত দুই বছর আগে প্রতিবেশী আব্দুস সাত্তারের ছেলে রাজমিস্ত্রি তারেক মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় ২০ হাজার টাকা ও আসবাবপত্র প্রদান করে মেয়ের পরিবার। গত প্রায় চার মাস তারেকসহ তার পরিবারের লোকজন সোনিয়ার বাবা-মার কাছে পুনরায় এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু দাবিকৃত যৌতুকের টাকা না পাওয়ায় তারেক, তার বাবা সাত্তার ও মা নূরজাহান প্রায় সময় সোনিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত প্রায় আট দিন পূর্বে সোনিয়াকে মারধরের খবর পেয়ে তার মা হেলেনা বেগম ও বাবা তাফাজ্জল ঢালী মেয়েকে নিজের বাড়িতে আনতে যান। এ সময় তারেক ও তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে তাদের সামনেই সনিয়াকে মারধর করে। এ সময় বাধা দেয়ায় তারেকের পরিবারের লোকজন হেলেনা বেগম ও তাফাজ্জল ঢালীকে একটি ঘরের ভেতর আটকে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা ছাড়া পান। মঙ্গলবার ভোরে সোনিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে তারেকের পরিবারের লোকজন সোনিয়ার বাবা মাকে জানায়। গাজীপুরে রাজমিস্ত্রি স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুর সীমান্তে আগুনে ঝলসানো নিখোঁজ এক রাজমিস্ত্রির লাশ মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম উজ্জ্বল মিয়া (৩০)। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান, নিহতের ছোট ভাই মোকসেদুল ও শ্রীপুরের কাওরাইদ ইউপি সদস্য কলিম উদ্দিন জানান, শ্রীপুর উপজেলার আবদার গ্রামের আব্দুস ছাত্তারের বাড়িতে মা-বাবা ও স্ত্রী সন্তানসহ ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রির কাজ করত উজ্জ্বল মিয়া। গত কিছুদিন যাবৎ সে বাসার পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঠিকাদার রেজাউলের অধীনে কাজ করে আসছিল। সোমবার রাত পৌনে আটটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাওনা টাকা আনার কথা বলে বাড়ি থেকে বের হয় উজ্জ্বল। ফুলপুরে দিনমজুর স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, ফুলপুরে ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে কৃষকের হামলায় খুন হয়েছে দিনমজুর এমদাদুল হক (৩৫)। মঙ্গলবার দুপুরে ফুলপুর উপজেলার কাতলি গ্রামে এই ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরও চার দিনমজুর। পুলিশ জানায়, হামলায় জড়িত কৃষক জসিম উদ্দিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
×