ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের ধাওয়ায় পালানো যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ মে ২০১৮

চুয়াডাঙ্গায় পুলিশের ধাওয়ায় পালানো যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৫ মে ॥ পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়া যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার বেলগাছী-মাখালডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে সাকিব হাসান সানের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সান চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বেলগাছী-মাখালডাঙ্গা রাস্তার গঙ্গাচরা মাঠে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে তারা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর নাগাদ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার আগে সান মুসলিমপাড়ায় তার ফুপুর বাড়িতে ছিল। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় সে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলে তার পিছনে ধাওয়া করে পুলিশ সদস্যরা। এরপর মঙ্গলবার সকালে পাওয়া যায় তার গুলিবিদ্ধ লাশ। নিহত সানের ফুপু রতœা অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এএসআই আবু আল ইমরানসহ একদল পুলিশ সানকে গ্রেফতার করতে আসে। এ সময় তার ছেলে সবুজকে আটক করে নিয়ে যাওয়ার সময় একটি ফোন পেয়ে সবুজকে ছেড়ে দিলেও পরিবারের কাছে ১ লাখ টাকা দাবি করে ২৪ ঘণ্টার সময় দেয়া হয়। ইমরান এ সময় সানকে উদ্দেশ্য করে বলেন- ‘সানকে ধরতে পারলেই গুলি করা হবে’। তারপর পাওয়া যায় তার গুলিবিদ্ধ লাশ। অভিযোগের বিষয়ে এএসআই আবু আল ইমরান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ কি এ কাজ করতে পারে?’ এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নিহত সান কুখ্যাত ছিনতাইকারী ও দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে তাকে কে বা কারা গুলি করে হত্যা করেছে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।
×