ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ইউপি নির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী

প্রকাশিত: ০৪:৪০, ১৬ মে ২০১৮

চাঁদপুরে ইউপি নির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৫ মে ॥ হাজীগঞ্জ উপজেলার নবগঠিত দ্বাদশগ্রাম ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউপি নির্বাচন- ২০১৮ বর্জন করেছে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। মঙ্গলবার বিকেল ৩টায় প্রার্থী তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখলের অভিযোগ এনে দুপুর ১২টায় নির্বাচন বর্জন করেছেন বলে মৌখিক বক্তব্যে জানান। আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, সকাল ১০টায় আওয়ামী লীগের প্রার্থী খোরশেদ আলম বকাউল বহিরাগতদের দিয়ে মালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করে। এরপর বিভিন্ন কেন্দ্রে আমাদের কর্মী-সমর্থকদের মারধর এবং এক এক করে সব কেন্দ্র দখলে নেয়। তিনি আরও বলেন, কেন্দ্রে থাকবে ইউনিয়নের ভোটার এবং প্রার্থীর কর্মী-সমর্থক। অথচ কেন্দ্রগুলো উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বহিরাগতদের দখলে ছিল। এতে আওয়ামী লীগের অন্য ইউপি চেয়ারম্যানরাও যোগ দেন। তাই এই দখলের নির্বাচন আমি বর্জন করলাম। এ সময় বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাফের শাহ্সহ হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×