ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ বোয়ালমারী গণহত্যা দিবস

প্রকাশিত: ০৪:৪০, ১৬ মে ২০১৮

আজ বোয়ালমারী গণহত্যা দিবস

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৫ মে ॥ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়াতে বুধবার পালিত হবে গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে এলাকার ৩৩ নিরপরাধ সাধারণ মানুষ নির্মমভাবে শাহাদাত বরণ করেন। শহীদদের স্মরণে হাসামদিয়া শাহ্ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, শহীদ ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। সকাল ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলা মুজিব বাহিনীর উপপ্রধান ও বাংলাদেশ লেবারেশন ফোর্সের (বিএলএফ) ফিল্ড কমান্ডার হাসামদিয়া গ্রামের বাসিন্দা শাহ্ মোঃ আবু জাফরকে খুঁজতে এসে পাক হানাদার বাহিনী হাসামদিয়া ও আশপাশের হিন্দু অধ্যুষিত রাজাপুর, পোয়াইল, ময়েনদিয়া, শ্রীনগর ও রামনগর গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিকা-সহ নারকীয় কর্মযজ্ঞ চালায়। এদিন পাক বাহিনীর হাতে এ সকল গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৩২ জনসহ মোট ৩৩ ব্যক্তি শহীদ হন।
×