ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মংলায় মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের চেষ্টা

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ মে ২০১৮

মংলায় মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৫ মে ॥ মংলায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ করার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধার মেয়ে নাসিমা বেগমের (৩৫) উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে। রক্তক্ষরণে নাসিমা বেগমের গর্ভের সন্তান নষ্ট হওয়ারও অভিযোগ রয়েছে। ধারাবাহিক হামলা ও নির্যাতনের বর্ণনা দিয়ে মুক্তিযোদ্ধা আঃ রহমান মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের কয়েছে। জানা যায়, মুক্তিযোদ্ধা আঃ রহমানের পরিবারের উদয় ঈর্ষান্বিত হয়ে মোংলায় চিলা ইউনিয়নের মোঃ রফিকুল, জাহানারা বেগম, খাদেম শেখ, তৈয়ব শেখ গং দীর্ঘদিন ধরে অজুহাত তৈরি করে মুক্তিযোদ্ধা আঃ রহমানের পরিবারের ওপর হামলা ও মারধর করে। মুক্তিযোদ্ধা পরিবার ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে বারবার এ পরিবারের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকা- করে। গত ৫ মে রাত ৮টা দিকে মুক্তিযোদ্ধার কন্যা নাসিমা বেগম তাদের বসতবাড়ি সংলগ্ন মৎস্য ঘেরে খাবার দিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী চক্রটি নাসিমাকে হামলা করে। ৬/৭ জনের এই দলটি এ সময় নাসিমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাঠি ও লোহার রড দিয়ে পিটায়। নাসিমার চিৎকারে তার পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এবং প্রচুর রক্তক্ষরণে মোংলায় চিকিৎসা না হওয়ার খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, পেটে-মারাত্মক আঘাত পাওয়ায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। সেই থেকেই নাসিমা খুলনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। মুক্তিযোদ্ধা আঃ রহমান আক্ষেপ করে বলেন, প্রতিপক্ষ জাহান আরা বেগম স্থানীয় ইউপি সদস্য হওয়ার কারণে একের পর এক তার পরিবারের ওপর হামলা নির্যাতন চালিয়ে থাকে। তাদের মূল উদেশ্য তার নিজ জমিতে থাকা মৎস্য ঘেরটি তাদের দখলে নিয়ে তার বসতবাড়িটুকু ছিনিয়ে নিয়ে তাদের গ্রাম ছাড়া করা। বিগত ইউপি নির্বাচনে সে জাহানারা বেগমের পক্ষে ছিল না বিধায় প্রতিহিংসার কারণে জাহানারা তার লোকজন দিয়ে এসব ঘটনা ঘটিয়ে থাকে।
×