ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় দুই বোনকে এসিড নিক্ষেপ ॥ আটক ২

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ মে ২০১৮

ভোলায় দুই বোনকে এসিড নিক্ষেপ ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ মে ॥ গভীর রাতে দুই বোনকে এসিড দিয়ে ঝলসে দেয়া হয়েছে। এতে তাদের মুখ ম-ল, চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের খুশিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ইউসুফ ও রাজিবের বাবাকে আটক করেছে। জানা গেছে, হেলাল রাড়ির ৩ কন্যা । এর মধ্যে তানজিম আক্তার মালা (১৬) এবং মারজিয়া (৮) খাবার খেয়ে রাত ৯ টায় ঘুমাতে যায়। রাত ২ টার পর আরেক বোন মাহিকে টয়লেট করাতে বাইরে নিয়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে। এতে তানজিম আক্তার মালার মুখ ম-ল, ২ চোখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ছোট বোন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মারজিয়ার হাত ও পেটসহ বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্যরা রাতেই তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করান । পরিস্থিতি অবনতি হওয়ায় তাদেরকে মঙ্গলবার দুপুরে ভোলা থেকে বরিশাল প্রেরণ করা হয়েছে। স্বজনরা জানান, মেধাবী ছাত্রী তানজিম আক্তার মালা এ বছর উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়া গ্রামের আবদুল মান্নান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এ গ্রেডে উত্তীর্ণ হয়। একই বাড়ির ছাত্র রাজিব প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করলে মোবাইলে তাদেরকে উত্যক্ত করে আসছিল। আহত ছাত্রীর ধারণা বখাটে যুবক রাজিব এসিড নিক্ষেপ করেছে। বেত্রাঘাতে শিক্ষার্থী আহত ॥ শিক্ষককে অব্যাহতি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ মে ॥ ক্লাসে পড়া দিতে না পারায় বেধড়ক বেত্রাঘাতে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহীন আলম। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের এ শিক্ষার্থীকে সোমবার দেড়টার দিকে ক্লাসরুমে বেত্রাঘাত করা হয়। শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক হাসান আল আউয়াল তাকে বেত্রাঘাত করেন। একই কারণে আরও কয়েক শিক্ষার্থীকে একই সময় বেত্রাঘাত করা হয় বলে আহত শাহীন আলমের দাবি। অনেকটা হতবাক হয়ে তাৎক্ষণিক বিমর্ষ হয়ে পড়ে শাহীন আলম। শাহীন জানায়, গত ৭ মে শিক্ষক হাসান আল আউয়াল ইংরেজী বিষয়ের নির্দিষ্ট পড়া ১৪ মে দিতে না পারায় বেধড়ক বেত্রাঘাত করা হয়েছে। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিক ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত শিক্ষক হাসান আল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শিক্ষার্থী শাহীন আলমের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
×