ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোর পথে ৪ মাদক বিক্রেতা

প্রকাশিত: ০৭:১০, ১৫ মে ২০১৮

আলোর পথে ৪ মাদক বিক্রেতা

নিজস্ব সংবাদাদাতা, গোপালগঞ্জ, ১৪ মে ॥ কাশিয়ানীতে অন্ধকার থেকে আলোর পথে ফিরে এলেন চার মাদক বিক্রেতা। এদের দু’জন নারী ও দু’জন পুরুষ। এরা হলেনÑ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতি গ্রামের মিজানুর রহমান (৬০), রুবিয়া বেগম (২৮), সোহেল সেখ (৩০) ও সোহাগী বেগম (২২)। পুলিশ তাদেরকে একাধিকবার ধরেছে; তারা জেলও খেটেছে কয়েক দফায়। জেল থেকে ছাড়া পেয়েই তারা আবারও ফিরে যেতো একই ব্যবসায়। মিজানুর রহমান বলেছেন, পেটের দায়ে এতোদিন খারাপ কাজ করেছি। কাশিয়ানী থানার ওসি সাহেবের উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খারাপ ব্যবসা আর করব না। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকাসহ তিন উপজেলায় ৩০০ মেট্রিক টন চাল ও ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর। সোমবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলোর মধ্যে ডোমারে ১২০ মেট্রিক টন চাল, ১ লাখ ৫০ হাজার টাকা, ৪৫ বান্ডিল ঢেউটিন এবং নির্মাণ খরচ বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা, জলঢাকা উপজেলায় ১০০ মেট্রিক টন চাল, ১ লাখ টাকা, ৩০ বান্ডিল ঢেউটিন এবং নির্মাণ খরচ ৯০ হাজার টাকা এবং ডিমলা উপজেলায় ৮০ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা, ২৫ বান্ডিল ঢেউটিন ও নির্মাণ খরচ ৭৫ হাজার টাকা দেয়া হয়।
×