ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৯, ১৫ মে ২০১৮

ভোলায় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ মে ॥ লালমোহন উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে আল-আমিন (৬) ও সিয়াম (৪) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে এসে জহির ও ইব্রাহিম নামের আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে সোমবার সকাল ৮ টায় উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার ইউনুছ খন্দকারের বাড়িতে। আহতদের উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের কর্মীদের অবহেলায় এ ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার মিজান খন্দকারের বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ টানা হয়েছে। সোমবার সকালে পল্লী বিদ্যুতের লোকজন ওই লাইনের কাজ করতে যায়। এদিকে পল্লী বিদ্যুতের সংযোগের তারের ওপর দিয়ে পাশ্ববর্তী বাড়ির মৃত মাওলানা আব্দুল জলিলের ঘরে বিদ্যুতের সাইড লাইন এনে দীর্ঘ দিন ধরে ব্যবহার করছেন তারা। যখন পল্লী বিদ্যুতের লোকজন তার টান দেয়, তখন সাইড লাইনের তারটির কাভার উঠে গিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুত চলে আসে। বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ ময়মনসিংহে পিউ বাবু হত্যা মামলার অন্যতম আসামি সারফান ইসলাম গ্রেফতার হওয়ার পর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহ নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আহত হয় গোয়েন্দা পুলিশের ২ সদস্য।
×