ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সরকারী জমি দখল করে ভবন নির্মাণ

প্রকাশিত: ০৭:০৭, ১৫ মে ২০১৮

শ্রীপুরে সরকারী জমি দখল করে ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে সরকারের জায়গায় প্রকাশ্যে বহুতল ভবন গড়ে তুলছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মসজিদের নামে ওয়াকফকৃত জমির ওপর নির্মাণ করা কবরস্থানও। বসতভিটা জবরদখলের জন্য গ্রামের অসহায় নারী-পুরুষের নামে মিথ্যা মামলা দিয়ে ভূমিদস্যুরা হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের হাত থেকে সরকারী ভূমি ও স্থানীয় নিরীহদের রক্ষার আকুতি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়েছেন সারোয়ার হোসেন নামে এক ভুক্তভোগী। ভুক্তভোগীরা জানায়, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের ছেলে ক্ষমতার দাপটে স্থানীয় গাজীপুর বাজার এলাকার সড়কের পাশে এক নম্বর খতিয়ানের আর এস ৪৭৫৫ নং ও এসএ ১৩৪০ নং দাগের জমিতে প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ছাড়াও তিনি গাজীপুর মৌজার নিজমাওনা গ্রামে আবু বকর গংয়ের দখলে থাকা ১৬ শতাংশ জমিসহ কবরস্থান দখল করে অপর একটি ভবন নির্মাণ করছেন। এ সময় বসতভিটা থেকে উচ্ছেদ করতে আবু বকরের পরিবারের বৃদ্ধ ও নারীসহ সদস্যদের মারধর করে ভাড়াটে সন্ত্রাসীরা। সরকারী জমি জবরদখলে গ্রামের কেউ বাধা দিলেই তার ওপর নেমে আসে নানা অত্যাচার ও হয়রানি। ঘটনার সময় গ্রামবাসী সোহেল নামে যুবককে আটক করে গণধোলাই দেয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এসব বিষয়ে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছেন। যদিও অভিযোগগুলো সঠিক নয় বলে দাবি করেছেন ওই ভবনের মালিক ইকবাল। তিনি বলেন, বাজারের জমিটি তার পৈত্রিক সম্পত্তি। তার ওই জমির নামজারি ও জমা ভাগ করা রয়েছে। এলাকাবাসী অভিযোগ করে জানায়, ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে ও ভয়ভীতি দেখিয়ে নানাভাবে হয়রানি করছে। ভূমিদস্যুদের হাত থেকে সরকারী ভূমি রক্ষা ও এলাকার নিরীহদের রক্ষার আকুতি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়েছেন স্থানীয় সারোয়ার হোসেন নামে এক ভুক্তভোগী। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। সঙ্গে সঙ্গেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
×