ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৬, ১৫ মে ২০১৮

টুকরো খবর

গৃহবধূর যৌনাঙ্গ কেটে দিল লম্পট নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মে ॥ তিন সন্তানের জননীকে পাশবিক নির্যাতনের পর তার যৌনাঙ্গ কেটে দিয়েছে এক লম্পট। জেলার কেন্দুয়া উপজেলার সুন্দ্রাকান্দা গ্রামে ঘটেছে এ ঘটনা। এ ব্যাপারে ধর্ষক নাজমুলের বিরুদ্ধে রবিবার রাতে থানায় মামলা হয়েছে। জানা গেছে, পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের ওই নারী তার তিন সন্তানকে নিয়ে একাই বাড়িতে থাকেন। তার স্বামী রাজধানীতে রিক্সা চালান। শনিবার সন্ধ্যার পর তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মৌজ আলীর ছেলে নাজমুল তাকে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেয়। ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মে ॥ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা আবুল কালাম খোকন ১ হাজার ১২ ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। পুলিশ সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অভিযান চালিয়ে কাউন্সিলর আবুল কালাম খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় তার পাঞ্জাবির পকেট থেকে ১ হাজার ১২টি ইয়াবা জব্দ করা হয়। বিএনপি নেতা আবুল কালাম খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ মে ॥ বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী গ্রামের আবদুর রশিদ হাওলাদারের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে। জানা গেছে, উপজেলার ঝাড়াখালী গ্রামের সাবেক ইউপি সদস্য আলহাজ আবদুর রশিদ হাওলাদার তার পুকুরে গত বছর গলদা চিংড়ি, রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ে। বরিবার রাতে ওই পুকুরে সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। সোমবার সকালে পুত্রবধূ সেতারা বেগম পুকুরে মরা মাছ ভাসতে দেখে স্বজনদের খব্র দেয়। সাবেক ইউপি সদস্য বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ মে ॥ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তার ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয়। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ঢেউটিন ও চাল বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৪ মে ॥ সোমবার পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে তিনটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্যে ৩ বান্ডেল ঢেউটিন ও ৯০ কেজি চাল বিতরণ করেছে পি.আই.ও অফিস কর্তৃপক্ষ। ওই সময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×