ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩১৩ মেধাবীকে বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৭:০৫, ১৫ মে ২০১৮

৩১৩ মেধাবীকে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ৩১৩ জন পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও সিভিল সার্জন অরুন চন্দ্র ম-ল। ভিক্ষুকদের প্রশিক্ষণ মানিক রায়, ঝালকাঠি থেকে ॥ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্রশিক্ষক মোকলেসুর রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ৪৫ ভিক্ষুক অংশগ্রহণ করেছে। এই ভিক্ষুকদের পুনর্বাসনের চাহিদা নিরূপণ করে ব্যবসা প্রতিষ্ঠান, হাঁস মুরগি, পশুপালন ও মৎস্য চাষের উপরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ঋণ সহায়তা প্রদান করে ভিক্ষুক পেশা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সরকারী উদ্যোগ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
×