ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে যুবক হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৭:০৫, ১৫ মে ২০১৮

মাদারীপুরে যুবক হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ মে ॥ জেলার শিবচরে জমি আত্মসাতের উদ্দেশে সোহেল মল্লিক (২৪) নামে এক যুবক হত্যা মামলার রায়ে ভাই ও আপন তিন মামাসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহম্মেদ ফাঁসিতে ঝুলিয়ে এই চারজনের মৃত্যুদ- কার্যকর করার রায় দেন। দ-প্রাপ্তরা হলো-নিহত সোহেল মল্লিকের মা হেলেনা আক্তারের দ্বিতীয় পক্ষের ছেলে নিহত সোহেলের সৎ ভাই আলামিন খাঁ (১৭) ও সোহেলের আপন তিন মামা শাহিন হাওলাদার (২৮), মিজানুর রহমান হাওলাদার (৩২) ও আব্দুল খালেক হাওলাদার (৪২)। জানা গেছে, জমি আত্মসাতের উদ্দেশে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় সোহেল মল্লিককে হত্যা করেন দ-প্রাপ্ত আসামিরা। এই ঘটনায় শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সোহেলের বাবা সিদ্দিক মল্লিক। জামালগঞ্জে প্রভাষক হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৪ মে ॥ জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মাদ আবু তৌহিদ জুয়েলের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল কাদির। প্রভাষক কামরুল ইসলাম সবুজ এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন প্রভাষক মনোব্রত চক্রবর্তী, শামীমা আক্তার, শিক্ষার্থী তামিম রহমান চৌধুরী, স্বাধীন খান, শাওন, স্বর্ণ দে, শ্রাবণী প্রমুখ। এ সময় প্রভাষক মোহাম্মাদ আবু তৌহিদ জুয়েলের খুনীদের গ্রেফতার করে দ্রুত বিচার করার দাবি জানান শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
×