ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ওয়াসার পাওনা ৭৫ কোটি টাকা

প্রকাশিত: ০৭:০৪, ১৫ মে ২০১৮

চট্টগ্রামে ওয়াসার পাওনা ৭৫ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দর নগরীতে গ্রাহকদের কাছে ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম ওয়াসা। সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে এ তথ্য জানান ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযুষ দত্ত। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে গ্রাহক সংখ্যা ৬৫ হাজার। এরমধ্যে ১৫ হাজার গ্রাহক ‘ন্যূনতম বিল’ প্রদান করেন। প্রতি ১ হাজার লিটার পানি সরবরাহ করা হয় সাড়ে ৯ টাকায়। অথচ, উৎপাদন খরচ ১৬ টাকা। ভর্তুকি দিয়ে পানি সরবরাহ সত্ত্বেও পানির বিল বকেয়া রাখছেন গ্রাহকরা, যা অত্যন্ত দুঃখজনক। সংস্থাটির বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযুষ দত্ত জানান, বকেয়া বিল আদায় এবং পাশাপাশি গ্রাহক হয়রানি রোধে ওয়াসার সেবা কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হয়েছে। ক্যাশ পেমেন্টের পরিবর্তে চালু করা হয়েছে ব্যাংক পেমেন্ট। তিনি সেবামূলক এ সংস্থার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতাও কামনা করেন। চট্টগ্রাম ওয়াসার এই গ্রাহক সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফয়জুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক নুরুল আবসার প্রমুখ।
×