ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌন নির্যাতনকারী শিক্ষকদের শাস্তির দাবি

প্রকাশিত: ০৭:০৪, ১৫ মে ২০১৮

যৌন নির্যাতনকারী শিক্ষকদের শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)তে যৌননির্যাতনকারী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সহ-সভাপতি প্রফেসর হারুন-উর রশিদ, সংগঠনটির আরেক সহ-সভাপতি প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার ও সংগঠনটি সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়সহ প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষকরা বলেন, একের পর এক শিক্ষার্থীর যৌন হয়রানির ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অজানা কারণে এসব অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের আড়াল করছেন প্রশাসন এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যার ফলে একের পর এক ঘটনার অবতারণা ঘটছে, যাতে করে শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। প্রয়োজনীয় তদন্তসাপেক্ষে অতি দ্রুত জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া চোর ফের গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মে ॥ দুই কারারক্ষীকে ফাঁকি দিয়ে হ্যা-কাপসহ পালিয়ে যাওয়া আলম চোরাকে ফের গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে কারারক্ষীরাও পুলিশকে সহায়তা করে। জানা গেছে, গত ৪ মে জেলা শহরের জয়নগর এলাকার এক বাসায় চুরির প্রস্তুতিকালে মেহেদি হাসান ওরফে আলম চোরাকে প্রথম গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২শ’ ৩০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ৯ মে দুপুরে সে অসুস্থতার ভান করলে কারাকর্তৃপক্ষ দুই কারারক্ষীকে দিয়ে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পর দুই কারারক্ষীকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ দৌঁড়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় ওই দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়।
×