ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সিমেন্ট চাপায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৪, ১৫ মে ২০১৮

মুন্সীগঞ্জে সিমেন্ট চাপায় দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পশ্চিম মুক্তারপুরে ক্রাউন সিমেন্ট (এমআই সিমেন্ট ফ্যাক্টরি) কারখানায় পরিষ্কার করতে গিয়ে শাহীন (৩১) ও রাশিদুল (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন হাফিজুর রহমান নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা অংশে ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করতে গিয়ে জমাট বাঁধা সিমেন্ট শরীরে পড়ে এই ঘটনা ঘটে। নিহত শাহিন চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইল জেলার ঘাটাইলের দশআনি বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। রাশিদুলের পরিচয় জানা যায়নি। মাদ্রাসা সুপারের মাথায় মল ॥ আরও একজন গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা আবু হানিফাকে প্রকাশ্যে লাঞ্ছিত করে মাথায় মল ঢালার ঘটনায় সোমবার দুপুরে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মিরাজ হোসেন সোহাগ উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের পুত্র। এ নিয়ে আলোচিত এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, মিরাজকে আটকের পূর্বে ঘটনার সঙ্গে জড়িত বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া গ্রামের মিনজু হাওলাদার ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল হাওলাদার বাদলকে গ্রেফতার করা হয়।
×