ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বিচ্ছিন্ন বিদ্যুত চালু ॥ বহু এলাকা এখনও অন্ধকারে

প্রকাশিত: ০৭:০২, ১৫ মে ২০১৮

নেত্রকোনায় বিচ্ছিন্ন বিদ্যুত চালু ॥ বহু এলাকা এখনও অন্ধকারে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মে ॥ টানা তিন দিন বিচ্ছিন্ন থাকার পর রবিবার রাত ১০টা থেকে নেত্রকোনা শহরে পুনরায় পিডিবির বিদ্যুত সরবরাহ শুরু হয়েছে। তবে সব এলাকায় চালু করা সম্ভব হয়নি। কিছু কিছু এলাকা এখনও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুতের আওতাধীন কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা এবং মোহনগঞ্জ এলাকার সংযোগও চালু করা সম্ভব হয়নি এখনও। জানা গেছে, গত শুক্রবার সকালের কালবৈশাখী ঝড়ে নেত্রকোনা সদরসহ জেলার সবক’টি উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। পিডিবির আওতাধীন এলাকার ৩০টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। হেলে যায় আরও ১৮টি খুুঁটি। ল-ভ- হয়ে যায় জেলা শহরের সমস্ত বিদ্যুত লাইন। এ ছাড়া পল্লীবিদ্যুত সমিতির আওতাধীন এলাকায় উপড়ে যায় ৯৭টি খুঁটি। তার ছিঁড়ে যায় অন্তত ২শ’ ৪৮টি পয়েন্টে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা থেকে দক্ষ কর্মীদের এনে বিধ্বস্ত লাইন মেরামতের চেষ্টা চালায় পিডিবি ও পল্লী বিদ্যুত সমিতি। টানা তিন দিন চেষ্টার পর রবিবার রাত ১০টার দিকে জেলা শহরের কিছু কিছু এলাকায় পিডিবির সংযোগ চালু করা সম্ভব হয়। অন্যদিকে পল্লী বিদ্যুত সমিতিও ইতিমধ্যে আটপাড়া, মদন, কেন্দুয়া, খালিয়াজুরি এবং পূর্বধলা উপজেলায় সংযোগ চালু করতে সক্ষম হয়। তবে কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা এবং মোহনগঞ্জ উপজেলা এখনও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ দিকে টানা তিন দিন পর বিদ্যুতের দেখা দেয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলেছে নেত্রকোনা শহরবাসী। কারণÑবিদ্যুতের অভাবে ত্রাহি অবস্থা মোকাবেলা করতে হয়েছে প্রত্যেকের। বিদ্যুতচালিত মোটর বন্ধ থাকায় পানি সংগ্রহের জন্য ছুটতে হয়েছে দিগি¦দিক। বাধ্য হয়ে অনেকের হাজামজা পুকুর ও নদীর পানি ব্যবহার করতে হয়েছে। মোটরের সাহায্যে পানি তুলতে ভাড়া করে আনতে হয়েছে জেনারেটর। জেনারেটরের সাহায্যে একেকটি ১ হাজার লিটারের ট্যাঙ্ক ভরতে গুনতে হয়েছে ১ হাজার টাকা।
×