ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইরিশদের এমন অভিষেক!

প্রকাশিত: ০৬:৪৭, ১৫ মে ২০১৮

আইরিশদের এমন অভিষেক!

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট আঙ্গিনায় পা রাখার আনন্দে আইরিশরা ছিল মাতোয়ারা। প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিনে মাঠে নেমেই পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা। ১৫৩ রানেই তুলে নিয়েছিল ৫ উইকেট। তবে ওই পর্যন্তই, ডাবলিন টেস্টের বাকি গল্পটা কেবলই পাকিস্তানের। ৯ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর আয়ারল্যান্ডকে ১৩০ রানে অলআউট করে দেয় সরফরাজ আহমেদের দল। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা আইরিশরা সোমবার চতুর্থ দিনে এ রিপোর্ট লেখার সময় ১৯৩ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছে! ইনিংস হার এড়াতে চাই আরও ১৩ রান। বৃষ্টি বা অন্য কিছু না হলে পরাজয় নিশ্চিত! ফরাসী লীগের সেরা নেইমার স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে টানা দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে নেইমার। এরপরও ব্রাজিলিয়ান সুপারস্টার ফরাসী লীগের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিয়েছেন। রবিবার রাতে বর্ণাঢ্য আয়োজনে নেইমারের হাতে ট্রফি তুলে দেয়া হয়েছে। নেইমারের ট্রফি জয়ের দিনে লীগ এবং ঘরোয়া ট্রফি জয় করার জন্য পিএসজির কোচ উনাই এমেরিকে ফ্রেঞ্চ লীগের বর্ষসেরা কোচের পুরস্কারে ভূষিত করা হয়। ব্যক্তিগত এই ট্রফি জয়ের দৌড়ে নেইমার পেছনে ফেলেছেন দুই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানিকে। লীগে ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন কাভানি এবং ২২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন থাউভিন।
×