ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুম্বাইর ভাগ্যে কী আছে?

প্রকাশিত: ০৬:৪৬, ১৫ মে ২০১৮

মুম্বাইর ভাগ্যে কী আছে?

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই ৮ ম্যাচের মধ্যে ৬টিতে হারের পর ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন-ক্রিকইফো শিরোনাম করেছিল, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই অলমোস্ট আউট!’ শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে লীগ পর্বে বাকি ৬ ম্যাচের সবকটিই জিততে হবে রোহিত শর্মাদের। কঠিন সেই অবস্থা থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। মুস্তাফিজুর রহমানকে না খেলানোর সমালোনা সত্ত্বেও পরের তিন ম্যাচে টানা জয়ে আশা দেখে ইন্ডিয়ান্স। কিন্তু রবিবার রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটের বড় হারে ফের অনিশ্চিত সমীকরণে চ্যাম্পিয়নদের প্লে অফ ভাগ্য। ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রাজস্থান, সমান ১২ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মুম্বাই। দু’দলেরই দুটি করে ম্যাচ বাকি। তার চেয়ে গুরুত্বপূর্ণ সোমবার রাতে কিংস ইলেভেন পাঞ্জব ও রয়্যাল চ্যারেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি (যেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে)। ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব। যদি পাঞ্জাব জিতে গিয়ে থাকে তাহলে হায়দরাবাদ, চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে পাঞ্জাবের। চতুর্থ দল হিসেবে প্লে অফে যাবে নাইট রাইডার্স এবং রাজস্থান ম্যাচের মধ্যকার বিজয়ী দল। আর টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে কোহালিদের বেঙ্গালুরু। প্লে অফের আশা টিকিয়ে রাখতে সে ক্ষেত্রে শেষ দুটি ম্যাচে মুম্বাইকে শুধু জিতলেই চলবে না, বিশাল ব্যবধানে জিতে নেট রান রেটও বাড়িয়ে নিতে হবে। আর সোমবার যদি বেঙ্গালুরু জিতে থাকে, সে ক্ষেত্রে কোহলিদের প্লে অফের স্বপ্ন বজায় থাকবে। নেট রান রেট ভাল থাকায় বাকি ম্যাচগুলো জিতলেই বেঙ্গালুরুর প্লে অফে যাওয়া মোটামুটি পাকা। তবে পঞ্জাবের প্লে ফের সম্ভাবনা তাতেও বজায় থাকবে। লীগ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচের জয়ে ১৬ পয়েন্টে নিয়ে শেষ করর সুযোগ থাকবে অশ্বীনদের সামনে। সেক্ষেত্রে হায়দরাবাদের প্রথম দুই দলের মধ্যে থেকেই লীগ শেষ করাটা নিশ্চিত হবে। কারণ আর কোন দল ১৮ পয়েন্ট নিয়ে শেষ করতে পারবে না। সেক্ষেত্রে আবার সবচেয়ে বেশি সুবিধা হবে মুম্বাইয়ের। কারণ নেট রান রেট ভাল থাকায় ১২ পয়েন্ট পেলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে রোহিতদের সামনে। শেষদিকে এসে শেষ চারে ওঠার লড়াইটা বেশ জমে উঠতে পারে। উল্লেখ্য, মুম্বাইয়ের শেষ দুটি ম্যাচ পাঞ্জাব ও দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে যথাক্রমে ১৬ ও ২০ মে। পরশু ৬ উইকেটে ১৬৮ রান করেও মুম্বাই মূলত জস বাটলারের কাছেই হেরে যায়। ৫৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রানে অপরাজিত থেকে রাজস্থানের জয় নিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ উইলোবাজ। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৬ বলে ৩৭ রান করে আউট হন। শেষ দিকে ১৪ বলে ২৬ করে ফেরেন সঞ্জু স্যামসন।
×