ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেকর্ড টানা সপ্তম শিরোপা জুভেন্টাসের

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ মে ২০১৮

রেকর্ড টানা সপ্তম শিরোপা জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে না পারলেও ঘরোয়া লীগে অপ্রতিরোধ্য ছন্দ ধরে রেখেছে জুভেন্টাস। সপ্তাহখানেক আগে টানা চতুর্থবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা জয় করা দলটি এবার ধরে রেখেছে ইতালিয়ান সিরি এ লীগের ট্রফিও। রবিবার রাতে দশজনের এএস রোমার সঙ্গে গোলশূন্য ড্র করে এ কৃতিত্ব দেখিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এটি সিরি এ লীগে জুভেন্টাসের রেকর্ড টানা সপ্তম শিরোপা। সবমিলিয়ে এই আসরে সর্বোচ্চ ৩৪ বার ট্রফি জিতল জুভেন্টাস। এর ফলে টানা চতুর্থ বার ঘরোয়া ‘ডাবল’ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। গত সপ্তাহে এসি মিলানকে ৪-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ ঘরে তোলে জুভরা। গত দুই রাউন্ডের মতো পরশু রাতেও জুভেন্টাসের প্রথমার্ধের পারফর্মেন্স ছিল হতাশাজনক। বল দখলে পিছিয়ে থাকা দলটি বিরতির আগে উল্লেখযোগ্য কোন আক্রমণই করতে পারেনি। বিপরীতে রোমার খেলা ছিল তুলনামূলক গোছানো। কিন্তু তারাও প্রতিপক্ষকে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি। বিরতির পর ৪৮ মিনিটে বল জালে পাঠিয়েছিলেন পাওলো দিবালা। কিন্তু অফসাইডের কারণে তার গোল বাতিল করা হয়। ৬৮ মিনিটে দিবালাকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বেলজিয়ামের মিডফিল্ডার রেজা নাইনগোলান। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। এর পরও প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগ কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। কিন্তু রক্ষণাত্মক হয়ে পড়া রোমার বিপক্ষে সুবিধা করতে পারেনি অতিথিরা। ফলে ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। এক ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা জুভেন্টাসের পয়েন্ট ৯২। আরেক ম্যাচে স্যাম্পডোরিয়ার মাঠে ২-০ গোলে জেতা নেপালি ৮৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৭৪। চ্যাম্পিয়ন্স লীগে না পারলেও ঘরেয়া লীগে দারুণ সফল জুভেন্টাস। কিন্তু দলটির কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু বরখাস্ত না হলে তুরিনের ক্লাবটিতেই তিনি থাকবেন বলে জানিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লীগের দুই ক্লাব আর্সেনাল ও চেলসির পাশাপাশি লীগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিও আলেগ্রিকে পেতে চায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আভাস আছে। আর্সেনালের কোচের দায়িত্ব ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার, পিএসজি ছাড়ছেন উনাই এমেরি। অনিশ্চয়তা আছে চেলসি কোচ এ্যান্টোনিও কন্টের ভবিষ্যত নিয়েও। এ কারণেই গুঞ্জন উল্লিখিত যে কোন দলে যেতে পারেন ইতালিয়ান কোচ এ্যালেগ্রি। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৫০ বছর বয়সী এই কোচ। এ্যালেগ্রি বলেন, তারা (জুভেন্টাস কর্তৃপক্ষ) যদি আমাকে বরখাস্ত না করে তাহলে আগামী বছরও জুভেন্টাসে থাকব। এসি মিলানের সাবেক কোচ এ্যালেগ্রি ২০১৪ সালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে কন্টের স্থলাভিষিক্ত হন। তার অধীনে গত চার বছর সিরি এ জয়ের পাশাপাশি দুইবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলে ক্লাবটি। এই সময়ে চারবার ইতালিয়ান কাপ ও একবার ইতালিয়ান সুপার কাপও ঘরে তোলে তারা। পরিসংখ্যান বলছে, তার অধীনে দারুণ সফল জুভরা। কিন্তু দুর্ভাগ্য, কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা খোয়াতে হয়েছে। তবে ডাবল জিতে খুশি এ্যালেগ্রি বলেন, এটা ঠিক চ্যাম্পিয়ন্স লীগে আমরা পারিনি। তবে ছেলেরা চেষ্টা করেছে সর্বোচ্চ। আমি এই মৌসুম নিয়ে খুব খুশি। ঘরোয়াতে ডাবল জেতা অনেক বড় ব্যাপার। ছেলেদের আমি সাধুবাদ জানাই।
×