ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদ মাস্টার্স জয় ভেরেভের

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ মে ২০১৮

মাদ্রিদ মাস্টার্স জয় ভেরেভের

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস বিশ্বে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। তাদের পাশাপাশি সম্প্রতি সময়ে দারুণ ফর্মে আছেন আলেক্সান্দার ভেরেভ। সেটার প্রমাণ নিয়মিতই দিয়ে চলেছেন এ জার্মান তরুণ। এবার তিনি মাদ্রিদ মাস্টার্সের শিরোপাও জিতলেন। অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভেরেভ। পরাজয়ের পর থিয়েম নিজেই দাবি করেছেন যে ফেদেরার, নাদালের পরই এখন তরুণ ভেরেভের অবস্থান। চলতি মাসের শেষদিকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। বছরের দ্বিতীয় এই গ্র্যান্ডস্লাম আসরের আগে মাদ্রিদ মাস্টার্স ছিল বিশ্বের সব টেনিস তারকাদের অন্যতম প্রস্তুতির মঞ্চ। টেনিস বিশ্বের ভবিষ্যত সেরা তারকা হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ভেরেভ। তিনিই এবার মাদ্রিদ মাস্টার্স জিতেছেন। সরাসরি ৬-৪, ৬-৪ সেটে তিনি হারিয়ে দেন থিয়েমকে। আর এমন একটি জয়ের পর নিশ্চিতভাবেই আসন্ন ফ্রেঞ্চ ওপেনে ভেরেভকেই বিশ্বসেরা তারকাদের জন্য অনত্যম হুমকি হিসেবে ভাবা হচ্ছে। কারণ, তিনি কোয়ার্টার ফাইনালেও বর্তমান বিশ্বের এক নম্বর স্প্যানিশ তারকা নাদালকে বিধ্বস্ত করেছিলেন। এবার তিনি ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের ১১তম শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন। কিন্তু ভেরেভই হয়ে উঠতে পারেন তার জন্য সবচেয়ে বড় হুমকি। ক্যারিয়ারের তৃতীয় মাস্টার্স ট্যুর শিরোপা হাতে তুলেছেন এ জার্মান তরুণ। গ্র্যান্ডস্লামের পর এই মাস্টার্স ১০০০ আসরগুলোকেই সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
×